শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

বার বার পরীক্ষা পদ্ধতি পরিবর্তন করে মানসম্মত শিক্ষা সম্ভব নয়

প্রকাশের সময় : ৯ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

রাজশাহী ব্যুরো : ২০১৭ সালের এসএসসি পরীক্ষায় ৭টি বিষয়ে সৃজনশীল প্রশ্ন বাতিলের দাবিতে মানববন্ধন করেছে হাই স্কুলের শিক্ষার্থীরা। গতকাল সকালে নগরীর ফায়ার সার্ভিস মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু করে সাহেববাজার জিরো পয়েন্টে এসে মানববন্ধন করে। এতে নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা অংশ নেয়। মানববন্ধনে শিক্ষার্থীরা দাবি করে, ৭টি বিষয়ে সৃজনশীল ও ৩০টি নৈর্ব্যক্তিক পদ্ধতি বাতিল করে আগের পদ্ধতি বহাল রাখা হোক। শিক্ষার্থীরা বলেন, আমরা তো রোবট না যে পোগ্রাম পরিবর্তন করলেই নতুন পদ্ধতিতে অভ্যস্ত হয়ে উঠবো। তারা আরো বলে বারবার পরীক্ষা পদ্ধতি পরিবর্তন করে শিক্ষার মান উন্নত করা সম্ভব নয় বরং শিক্ষার্থীদের কথা এবং দেশের কথা চিন্তা করে সঠিক কাঠামোতে পরীক্ষা নেয়া হোক। পরীক্ষার দুই/তিনমাস আগে পরীক্ষা কাঠামো পরিবর্তন করে শিক্ষার্থীদের হয়রানি বন্ধ করা হোক। শিক্ষার্থীরা আরো বলে আগামীকাল শিক্ষামন্ত্রী বৈঠক করতে চেয়েছেন বৈঠকে যদি আমাদের দাবি না মানা হয় তবে আগামী ১০ তারিখে আমরা আবারো কর্মসূচি অব্যাহত রাখব।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন