টঙ্গীতে ট্রেনের ধাক্কায় তাহমিনা বেগম (৩৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় বনমালা এলাকায় এ ঘটনা ঘটে। এসময় আরিফ হোসেন (৪) নামে এক শিশু আহত হয়েছে।
নিহত তাহমিনা কুমিল্লা জেলার হোমনা থানার জয়পুর গ্রামের আওয়াল হোসেনের মেয়ে। সে বনমালা এলাকায় রবিউলের বাড়িতে ভাড়া থাকতো।
স্থানীয়রা জানায়, সকালে আত্মীয় বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রেললাইনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। এ সময় ঢাকাগামী টাঙ্গাইল কমিউটার ট্রেনের সাথে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের ছেলে আরিফ গুরুতর আহত হয়। পড়ে স্থানীয়রা আহত আরিফকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
টঙ্গী রেলওয়ের ফাড়ির ইনচার্জ এসআই নুর মোহাম্মদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন