রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

কমরেড মোহাম্মদ ফরহাদের ২৯তম মৃত্যুবার্ষিকী আজ

প্রকাশের সময় : ৯ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক ও পঞ্চগড়-২ আসনের সাবেক সংসদ সদস্য কমরেড মোহাম্মদ ফরহাদের ২৯তম মৃত্যুবার্ষিকী আজ ৯ অক্টোবর, রোববার। মাত্র ৪৯ বছরের সংক্ষিপ্ত জীবনে জননেতা মোহাম্মদ ফরহাদ বাংলাদেশের গণতান্ত্রিক ও কমিউনিস্ট আন্দোলনে অসামান্য অবদান রাখেন।
১৯৬২ সালের শিক্ষা আন্দোলন ও ঊনসত্তুরের গণঅভ্যুত্থানে তাঁর ভূমিকা ছিল অনন্য। মুক্তিযুদ্ধে ন্যাপ-কমিউনিস্ট পার্টি-ছাত্র ইউনিয়নের বিশেষ গেরিলা বাহিনীর প্রধান সংগঠক ছিলেন তিনি। ১৯৭৩ থেকে ১৯৮৭ সালে মৃত্যুর পূর্বে পর্যন্ত তিনি সিপিবির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে গেছেন। তৎকালীন সোভিয়েত ইউনিয়নের রাজধানী মস্কোয় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। স্বাধীন দেশে সামরিক স্বৈরশাসনবিরোধী আন্দোলন বিশেষ করে, এরশাদের শাসনের বিরুদ্ধে গণতান্ত্রিক সংগ্রামে তাঁর দেয়া সৃজনশীল নেতৃত্ব তাঁকে জাতীয় রাজনীতিতে ভিন্ন উচ্চতায় নিয়ে যায়। তার মৃত্যুবার্ষিকীতে দিনভর নানা কর্মসূচি গ্রহণ করেছে সিপিবি। এর মধ্যে রয়েছে সকাল সাড়ে আটটায় বনানী কবরস্থানে তার কবরে বিভিন্ন দল ও সংগঠন পক্ষে থেকে পুষ্পমালা অর্পণ করা। কাল সোমবার কমরেড মনি সিংহ সড়কস্থ মুক্তিভবনে প্রগতি সম্মেলন মিলনায়তনে এক স্মরণসভা অনুষ্ঠিত হবে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন