শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

১৭ অক্টোবর ওলামা মাশায়েখ সম্মেলন -কওমি শিক্ষা বোর্ড

প্রকাশের সময় : ৯ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : বেফাক মহাসচিব মাওলানা আবদুল জাব্বার জাহানাবাদী বলেছেন, এদেশের কওমি মাদরাসার ছাত্র শিক্ষকগণ দেশ ও ধর্মের সাথে নিবেদিত প্রাণ হয়ে শিক্ষা সংস্কৃতিতে ভূমিকা রেখে চলেছে। তাদের জান-মাল মেধা শ্রমের ফসল কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড (বেফাক)। যার বর্তমান সভাপতি আল্লামা শাহ আহমদ শফিসহ সাবেক সকল সভাপতিগণ এদেশের আলেম ওলামা ও সাধারন মানুষের আস্থার প্রতীক। অথচ কওমি স্বীকৃতির বিষয়কে কেন্দ্র করে যারা তাদের শানে উপহাস ও বেয়াদবী করে যাচ্ছেন তারা মতলববাজ। তিনি বলেন, বেফাকের শিকড় এ দেশের আলেম ওলামার হৃদয়ের গভীরে প্রথিত। ফুঁ দিয়ে এর ঐক্য বিনষ্ট করা যাবে না।
বেফাক কার্যলয়ে মতবিনিময়ের সময়, মহাসচিব বলেন, এসব সুবিধাবাদীদের অপপ্রচার ও মিথ্যাচারে কান না দিয়ে আগামী ১৭ অক্টোবর ওলামা মাশায়েখ সম্মেলন সফল করার জন্য দেশের কওমি ছাত্র শিক্ষক আলেম ওলামা ও দেশবাসীর প্রতি উদাত্ত আহŸান জানিয়েছেন। তিনি বলেন দারুল উলূম দেওবন্দ এর শিক্ষা সনদকে যে ভাবে সম্মান ও মর্যদা দেয়া হচ্ছে, আমাদের সরকারও যদি কোন ধরণের কর্তৃপক্ষ ছাড়া সে আলোকে কওমি মাদরাসা শিক্ষা সনদকে সম্মান দেখায় তাহলে বেফাক তাকে স্বাগত জানাবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন