খুলনা মহানগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকায় হেলে পড়া চরম ঝুঁকিপূর্ণ সাত তলা ভবনটি ভেঙে ফেলার কাজ শুরু করেছে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ)। গতকাল ২০ জন শ্রমিক ভবনের সপ্তম ও ষষ্ঠ তলা ভাঙার কাজ শুরু করে। গত জুন মাসে নির্মাণাধীন ভবনটি দক্ষিণ অনেকটাই দিকে হেলে পড়ে। যে কোনো সময় এ টি ভেঙে ব্যাপক প্রাণহানির আশংকা দেখা দিয়েছিল। কেডিএ সূত্রে জানা গেছে, সোনাডাঙ্গা আবাসিক এলাকার সেকেন্ড ফেজের ১৩ নম্বর সড়কের ১৩২ ও ১৩৩ নম্বর প্লট দুটি বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনকে বরাদ্দ দিয়েছিলো কেডিএ। অ্যাসোসিয়েশন প্লট দুটির ওপর বহুতল ভবন নির্মাণের জন্য ‘অনিক রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপার’ নামের একটি কোম্পানির সঙ্গে চুক্তি করে। ২০১৬ সালের কেডিএ থেকে নকশা অনুমোদন নিয়ে ভবন নির্মাণ কাজ শুরু করে। কিন্তু শুরু থেকেই অনুমোদিত নকশার ব্যতয় ঘটিয়ে অতিরিক্ত একটি ফ্লোর নির্মাণ করে। এতে ভবনটি দ্রুত ভারসাম্য হারিয়ে ফেলে।
সূত্রটি জানায়, কেডিএ’র প্রকৌশলীরা পরিদর্শনে গিয়ে দেখতে পান ভবনের নকশায় গ্রেডবিম প্রদানের নির্দেশনা থাকলেও একটি তলায় কোনো গ্রেডবিম নেই। ভবনের কলামের পরিধিও কমিয়ে দেয়া হয়েছে। যেনতেনভাবে ভবন নির্মাণ করে ফ্লাট বিক্রি করার পরিকল্পনা ছিল ডেভেলপার কোম্পানির। গত জুন মাসে ভবনটি হেলে পড়লে ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত ও অপসারণে দায়িত্ব নিয়োজিত কমিটি ভবনটি অপসারণের সুপারিশ করে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন