শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

নদী রক্ষায় পৃথক মন্ত্রণালয় গঠনের দাবি কমিশনের

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ সেপ্টেম্বর, ২০২১, ১২:০১ এএম

দেশের নদী ও নদীর পরিবেশ রক্ষায় নদীবিষয়ক মন্ত্রণালয় গঠনের দাবি জানিয়েছেন, জাতীয় নদী রক্ষা কমিশন চেয়ারম্যান ও সাবেক সচিব এ এস এম আলী কবীর। গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বিশ্ব নদী দিবস উদযাপন-২০২১ ও নদী রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন। তিনি বলেন, যদি নৌপরিবহন মন্ত্রণালয় ও পানিসম্পদ মন্ত্রণালয় হতে পারে, তাহলে নদী ও জলাশয় মন্ত্রণালয় কেন নয়? আমার মনে হয় নদীবিষয়ক মন্ত্রণালয় হওয়া উচিত। আলী কবীর বলেন, নদী কমিশনকে শক্তিশালী করা দরকার। কমিশনের জনবল-কাঠামো বাড়ানো প্রয়োজন। এর সঙ্গে সঙ্গে আইনগত কাঠামো বাড়ানো প্রয়োজন। নদী কমিশনকে সাংবিধানিক সংস্থায় পরিণত করা প্রয়োজন।

নির্বাচন কমিশনের মতো হওয়া উচিত নদী কমিশন। তিনি বলেন, পৃথিবীর সবচেয়ে দূষিত শহর ঢাকা। ঢাকায় বসবাস করা এখন আল্লাহ তাআলার কুদরত। আল্লাহ না করুক ঢাকার চারপাশের নদী যদি দূষণমুক্ত না করতে পারি, আর যদি নদীগুলো মরে যায় এবং ঢাকার অদূরে বনটিও যদি মরে যায়, তখন ঢাকার প্রতিটি ঘরে ও পরিবারের একটি রোগ ঢুকে পড়বে। সেই রোগের চিকিৎসা নেই বললেই চলে। সেটা হচ্ছে ক্যানসার। পুরোনো রোগ কিন্তু মারাত্মক ভয়ঙ্কর একটি ক্যানসার। এটা সবচেয়ে খারাপ ধরনের ক্যানসার। এজন্য আমাদেরকে ঢাকার চারপাশের নদী ও ঢাকার অদূরের বনটি রক্ষা করতে হবে। সভায় বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের সভাপতি মো. আনোয়ারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আনোয়ার হোসেন, কমিশনের সদস্য কামরুন নাহার আহমেদ প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন