গাজীপুর জেলা সংবাদদাতা : জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৩ সালের মাস্টার্স শেষ পর্বের ফল প্রকাশ করা হয়েছে। পরীক্ষায় ৩০টি বিষয়ে সারাদেশে ১৩১টি কলেজের এক লাখ ৯৬ হাজার ৫৭২ জন পরীক্ষার্থী মোট ১১৪টি কেন্দ্রে অংশগ্রহণ করে। এতে উত্তীর্ণ হয়েছেন এক লাখ ৮৩ হাজার ৬৮০ জন। এর মধ্যে প্রথম শ্রেণিতে ৩৭ হাজার ৭৫০ জন, দ্বিতীয় শ্রেণিতে এক লাখ ৪২ হাজার ৬৭৮ জন এবং তৃতীয় শ্রেণিতে ৩২৫২ জন উত্তীর্ণ হয়েছেন। পাসের হার ৯৩.৪৪%। প্রকাশিত ফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (িি.িহঁ.বফঁ.নফ) এবং (িি.িহঁনফ.রহভড়) থেকে পাওয়া যাবে। এ ছাড়াও যে কোনো মোবাইল থেকে ঝগঝ এর মাধ্যমে (হঁ<ংঢ়ধপব>সভ<ংঢ়ধপব> জড়ষষ) লিখে ১৬২২২ নম্বরে ঝবহফ করে ফল জানা যাবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন