বগুড়া অফিস : সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হত দরিদ্রদের মাঝে পূজা সামগ্রী বিতরণ ধুকরা হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় স্থানীয় পৌর মিলনায়তনে বগুড়ার শিবগঞ্জ পৌরসভার মেয়র আওয়ামী লীগনেতা তৌহিদুর রহমান মানিক এসব সামগ্রী বিতরণ করেন। পূজা সামগ্রীর মধ্যে ছিল শাড়ী, লুঙ্গি, ধূতি, নারিকেল এবং চিনি।
এ সময় উপস্থিত ছিলেন কাউন্সিলর খম শামীম, মোমিনুল ইসলাম মোমিন, লুৎফর রহমান, আবু সাঈদ, শাহিনুর ইসলাম, শাহানা পারভীন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুল আলম মাস্টার, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম, ছাত্রলীগনেতা রেজ্জাকুল ইসলাম রাজু প্রমুখ। পৌর এলাকার প্রায় তিনি শতাধিক হতদরিদ্র পরিবারের মধ্যে এসব পূজা বিতরণ করা হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন