কোর্ট রিপোর্টার : যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরীর রায় ফাঁসের মামলায় সাত বছর কারাদ-প্রাপ্ত পলাতক আসামি আইনজীবী সহকারী মেহেদী হাসানকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল সাইবার ট্রাইব্যুনালের বিচারক কে এম শামসুল আলম কারাগারে পাঠানোর এ আদেশ দেন।
এ বিষয়ে আসামির আইনজীবী খায়রুল ইসলাম লিটন সাংবাদিকদের জানান, আসামি মেহেদী গতকাল সকালে আদালতে আত্মসমর্পণ করলে জামিন আবেদন করা হয়। জামিন শুনানীতে আদালতকে বলেছি, আসামি মেহেদী শিক্ষানবিশ একজন আইনজীবী। এ ঘটনার সঙ্গে সে জড়িত নয়। তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার কারণে আদালতে এসে আত্মসমর্পণ করেছে। তাকে যে কোন শর্তে জামিন দেন। কিন্তু শুনানী শেষে বিচারক জামিন আবেদন নাকচ করে কারগারে পাঠানোর আদেশ দেন। এরআগে গত ১৫ সেপ্টেম্বর সাইবার ট্রাইব্যুনাল আসামি মেহেদীকে সাত বছরের করাদ- দেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন