শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

পঞ্চগড়ে আদালত চত্বর হতে আসামির পলায়ন

প্রকাশের সময় : ১১ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

পঞ্চগড় জেলা সংবাদদাতা : পঞ্চগড়ের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালত চত্বর থেকে উজ্জল (৩২) নামের এক ডাকাতি মামলার আসামী পালিয়েছে। গতকাল (বুধবার) দুপুরে অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যােিস্ট্রটেট এবিএম তারিকুল ইসলামের বারান্দায় এ ঘটনা ঘটে। পলাতক আসামী উজ্জল পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের লাঠুয়াপাড়া এলাকার আজাহার আলীর ছেলে। পঞ্চগড় আদালত পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সম্প্রতি জেলা শহরের একজন সরকারি কর্মকর্তার বাড়িতে ডাকাতির একটি মামলায় গত ১৩ জানুয়ারী উজ্জলসহ চারজনকে গ্রেফতার করে পুলিশ। ওই মামলায় আসামীদের জামিনের জন্য কোন আইনজীবী স্বাক্ষর করেননি। তবে মামলার তারিখ অনুযায়ী তাদের আদালতে হাজির করা হলে অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবিএম তারিকুল ইসলাম আবারও ওই চার আসামীকে জেল-হাজতে প্রেরণের নির্দেশ দেন। পরে পুলিশ তাদের কাঠগড়া থেকে বের করে জেল-হাজতে নিয়ে যাওয়ার সময় আদালতের বারান্দায় কনস্টেবল মোহাম্মদ আলীর হাত  থেকে উজ্জল পালিয়ে যায়। এ সময় তার হাতে কোন হাতকরা পড়ানো ছিল না বলে জানান প্রত্যক্ষদর্শীরা। পঞ্চগড় আদালতের ভারপ্রাপ্ত কোর্ট ইন্সপেক্টর মো. নুরুল ইসলাম ওই আসামী পালানোর বিষয়টি নিশ্চিত করেছেন।
দৌলতপুর সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশি গরু ব্যবসায়ী আটক
দৌলতপুর (কুষ্টিয়া) উপজেলা সংবাদদাতা : কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিএসএফের হাতে হাসিবুল ইসলাম (৩২) নামে বাংলাদেশী এক গরু ব্যবসায়ী আটক হয়েছে। গতকাল বুধবার ভোর রাতে উপজেলার চিলমারী ইউনিয়নেরর চরপাড়া সীমান্তের ওপার ভারত ভূখ- থেকে তাকে আটক করা হয়। স্থানীয় সূত্র জানায়, হায়দারেরচরের মোহর ম-লের ছেলে গরু ব্যবসায়ী হাসিবুল ইসলাম চরপাড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত ভূ-খ-ে প্রবেশ করে গরু পাচার করার সময় ভারতের মুর্শিদাবাদ জেলার জলঙ্গী থানার ৪৩ বিএসএফ কমাডেন্ট অধীনস্থ টলটলি বিএসএফ পোস্টের টহল দল তাকে আটক করে। স্থানীয় ইউপি সদস্য মুক্তার হোসেন জানান, ভারতে গরু আনতে গিয়ে হাসিবুল ইসলাম নামে এক গরু ব্যবসায়ী বিএসএফের হাতে আটক হয়েছে। এ বিষয়ে ৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধীনস্থ চিলমারী বিজিবি কোম্পানি কমান্ডার সুবেদার আশরাফ হোসেন জানান, বিএসএফের হাতে একজন আটকের খবর শুনেছি। তবে কোন ক্যাম্পের বিএসএফ তাকে আটক করেছে তা জানা যায়নি এবং তাকে ফেরতের বিষয়য়েও কোনো সিদ্ধান্ত হয়নি। 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন