মুন্সীগঞ্জ জেলা সংবাদদাতা : ঢাকা-মাওয়া মহাসড়কে মুন্সীগঞ্জে শ্রীনগর উপজেলার শমেসপুর বাসস্ট্যাডের কাছে যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ৭ জন আহত হয়েছেন। এদের মধ্যে ৪ জনের অবস্থা আশংকাজনক। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি।
আজ সোমবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। দুর্ঘটনার পর মহাসড়কে ১ ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে রেকার দিয়ে দুর্ঘটনাকবলিত গাড়ি সরিয়ে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
সংশ্লিষ্টরা জানান, মাওয়া থেকে ছেড়ে আসা পিকআপ ভ্যান ও ঢাকা থেকে ছেড়ে আসা প্রচেষ্টা পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। আহতরা সবাই পিকআপের যাত্রী। তারা মাওয়া মাছের আড়ত থেকে মাছ কিনে ঢাকা যাত্রাবাড়ী যাচ্ছিলেন।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাহেদুর রহমান জানান, সংর্ঘষের ঘটনা শুনেছি এবং ঘটনাস্থলে যাচ্ছি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন