শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

শিক্ষার্থীরা আন্তর্জাতিক মানের শিক্ষার সুব্যবস্থা পাবে মাদারীপুরে চিফ হুইপ

স্টাফ রিপোর্টার, মাদারীপুর থেকে : | প্রকাশের সময় : ১ অক্টোবর, ২০২১, ১২:০৬ এএম

‘শিবচরে শেখ হাসিনা টেক্সটাইল কলেজের কাজ শুরু হয়েছে। নার্সিং ইনস্টিটিউটের কাজ চলমান আছে। আইএসটি ইনস্টিটিউট কাজও চলছে। এছাড়া আইটি পার্কসহ বড় বড় প্রকল্পের কাজ হাতে নেয়া হয়েছে। প্রকল্পগুলো বাস্তবায়ন হলে শিক্ষার্থীরা এ অঞ্চলে বসেই আন্তর্জাতিক মানের শিক্ষার সু-ব্যবস্থা পাবে।’ গতকাল বৃহস্পতিবার সকালে মাদারীপুরের শিবচরের রাজারচর উচ্চ বিদ্যালয়ের নূর-ই-আলম চৌধুরী একাডেমিক ভবন উদ্বোধনকালে একথা বলেন জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী।

প্রধান অতিথি চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী আরো বলেন, ‘করোনাকালীন সময়ে দেশব্যাপী বিনামূল্যে টিকা প্রদান করা হচ্ছে। যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান। প্রধানমন্ত্রীর নির্দেশে আওয়ামী লীগের নেতৃবৃন্দরা মানুষের পাশে থেকে সেবা করেছেন। করোনাকালীন সময়ে শিক্ষা-প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে শিক্ষার্থীদের কথা বিবেচনা করে। তাই সকলে মাস্ক ব্যবহার করতে হবে। নিজে বাঁচতে হবে অন্যকে বাঁচার সুযোগ করে দিতে হবে।’

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মুনীর চৌধুরী, শিবচর উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আ: লতিফ মোল্লা, পৌর মেয়র আওলাদ হোসেন খান, শিবচর উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা শাজাহান মোল্লা, সাধারণ সম্পাদক ডা: মো: সেলিম প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন