শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

পদ্মায় ধরা পড়ল ২৬ কেজির কাতল

রাজবাড়ী জেলা সংবাদদাতা: | প্রকাশের সময় : ১ অক্টোবর, ২০২১, ১২:০৬ এএম

রাজবাড়ীর পদ্মা নদীতে জেলের জালে বিশাল আকৃতির একটি কাতল মাছ ধরা পরেছে। ওজন দিয়ে দেখা গেছে মাছটির ওজন ২৬ কেজি ১৫০ গ্রাম। গতকাল বৃহস্পতিবার দুপুরে দৌলতদিয়া ফেরি ঘাটের অদুরে চর কর্নেশনা এলাকায় জেলে মনির হলদারের জালে মাছটি ধরা পড়ে।

স্থানীয় জেলে মনির হলদার জানান, বৃহস্পতিবার দুপুরে তিনিসহ তার সঙ্গীরা পদ্মা নদীর চর কর্নেশনা এলাকায় জাল ফেলে এ সময় জালে টান পরলে তারা দ্রুত জালটি টেনে তুলেন। মাছটি পেয়ে অত্যন্ত খুশি হয়েছে বলেও জানান তিনি।

দৌলতদিয়া ফেরি ঘাটের শাকিল সোহান মৎস্য আড়তের মালিক মো. শাজাহান মিয়া স¤্রাট জানান, বৃহস্পতিবার দুপুরে পাওয়ার পর মাছটিকে আড়তে নিয়ে আসেন জেলে মনির হলদার। এরপর সকল জেলের অংশগ্রহণে ডাকের মাধ্যমে ১ হাজার ৯০০ টাকা কেজি দরে মোট ৪১ হাজার ৮০০ টাকা কিনে নেওয়ার পর ঢাকার এক ব্যাবসায়ীর কাছে ২ হাজার টাকা কেজি দরে মোট ৪৪ হাজার টাকায় বিক্রি করা হয়েছে। গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরিফ বলেন, পদ্মা নদী পানি কমে যাওয়ায় ও ইলিশ রক্ষা অভিযান সফল হওয়ায় এখন মাঝে মধ্যেই বড় বড় মাছ ধরা পরছে। এতে স্থানীয় জেলেরা লাভবান হচ্ছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন