শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ইইউ-অস্ট্রেলিয়া বাণিজ্য আলোচনা স্থগিত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ অক্টোবর, ২০২১, ৪:০৭ পিএম

অকাস চুক্তির কারণে ফ্রান্সের সঙ্গে করা চার হাজার কোটি মার্কিন ডলারের একটি সাবমেরিন–সংক্রান্ত চুক্তি বাতিল করে অস্ট্রেলিয়া


ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সাথে অস্ট্রেলিয়ার একটি বাণিজ্যিক আলোচনা স্থগিত ঘোষণা করা হয়েছে। শুক্রবার ইউরোপীয় ইউনিয়নের এক কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। ফলে দীর্ঘ সময় ধরে পরিকল্পনায় থাকা এই আলোচনা আগামী নভেম্বরের আগে আর অনুষ্ঠিত হচ্ছে না।

ইইউয়ের সঙ্গে বাণিজ্যিক আলোচনায় অংশ নিতে ইউরোপে যাওয়ার কথা ছিল অস্ট্রেলিয়ার বাণিজ্যমন্ত্রী ড্যান তেহানের। তার এ যাত্রা বাতিল করা হয়েছে বলে এক বিবৃতিতে এএফপিকে জানানো হয়েছে। তিনি বিবৃতিতে বলেন, ‘সাবমেরিন নিয়ে আমাদের সিদ্ধান্তের জেরে ফ্রান্সের প্রতিক্রিয়ার বিষয়টি আমাদের মাথায় রয়েছে। তবে সব দেশকে শেষ পর্যন্ত তাদের নিজেদের স্বার্থেই কাজ করা উচিত। অস্ট্রেলিয়াও এটাই করেছে।’ অস্ট্রেলিয়ার তৃতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার ইউরোপীয় ইউনিয়ন। ২০২০ সালে এই দুই পক্ষের মধ্যে শুধু পণ্য আমদানি-রপ্তানি হয়েছিল ৩৬ বিলিয়ন ইউরোর। পাশাপাশি একই সময়ে আদান–প্রদান হয়েছে সেবার। আর্থিক হিসাবে যার পরিমাণ ছিল ২৬ বিলিয়ন ইউরো।

সম্প্রতি অস্ট্রেলিয়া পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন কিনতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সঙ্গে চুক্তি করে। এর জের ধরে ইইউয়ের শক্তিশালী অংশীদার ফ্রান্সের সঙ্গে ক্যানবেরার সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকে। কারণ, নতুন চুক্তির আগে ফ্রান্সের সঙ্গে করা চার হাজার কোটি মার্কিন ডলারের একটি চুক্তি বাতিল করে অস্ট্রেলিয়া। এতে ক্ষতির মুখে পড়েছে ফ্রান্স। চুক্তি ভঙ্গের পর ফ্রান্স জানায়, তারা অস্ট্রেলিয়া সরকারকে আর মোটেও বিশ্বাস করছে না। দেশটির কর্মকর্তাদের মিথ্যা বলার অভিযোগও আনা হয়। দেশ দুটির মধ্যে সম্পর্কের টানাপোড়েনের প্রভাব ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আলোচনার ওপরেও পড়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

এদিকে স্থগিত হওয়া এই আলোচনা নিয়ে কথা বলতে আগামী সপ্তাহে ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্যবিষয়ক কমিশনার ভালদিস দমব্রোভিস্কিসের সঙ্গে দেখা করার ইঙ্গিত দিয়েছেন ড্যান তেহান। তিনি বলেছেন, ফ্রান্স এই বাণিজ্য আলোচনার জন্য প্রস্তুতি চালিয়ে যাবে। ফ্রান্স ও ইইউ—দুই পক্ষের স্বার্থ সংশ্লিষ্ট একটি মুক্ত বাণিজ্য চুক্তির লক্ষ্যে কাজ করা হবে। সূত্র: এএফপি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন