শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

পদ্মায় ধরা পড়ল ২৪ কেজির বাঘাইড় মাছ

গোয়ালন্দ (রাজবাড়ী) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২ অক্টোবর, ২০২১, ১২:০১ এএম

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৭নং ফেরিঘাটের অদূরে পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়লো ২৪ কেজি ওজনের বাঘাইড় মাছ।

গতকাল ভোর ৬টার দিকে দৌলতদিয়ার এলাকার ৭নং ওয়ার্ডের জেলে শুকুর আলী হলদার পদ্মা নদীতে জাল ফেলে। কিছুক্ষণ পরে জালে ধরা পড়ে বিশালকৃতির বাঘাইড় মাছ। মাছটি দৌলতদিয়া বাজারে আনো খাঁনের আড়তে নিয়ে আসলে উন্মুক্ত ডাকের মাধ্যমে ১ হাজার টাকা কেজি দরে মোট ২৪ হাজার টাকা দিয়ে মাছটি কিনে নেয় স্থানীয় শাকিল সোহান মৎস্য আড়ৎতের মালিক সম্রাট শাজাহান। সে সময় মাছটি এক নজর দেখতে উৎসুক জনতা ভিড় জমায়। পরে মাছটি ১ হাজার ১শ’ টাকা কেজি দরে মোট ২৬ হাজার ৪শ’ টাকায় ঢাকার এক ব্যবসায়ীর কাছে বিক্রি করেন।

জেলে শুকুর আলী বলেন, আগের রাতে নদীতে জাল ফেলে কোন মাছ পাইনি। আবার ভোরে রাতে নদীতে জাল ফেলে কিছুক্ষণ পরে জাল টেনে নৌকায় উঠানোর সময় দেখি জালে জড়িয়ে আছে বিশাল একটি বাঘাইড় মাছ। মাছটি পেয়ে আমি খুব আনন্দিত।
গোয়ালন্দ উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ দৈনিক ইনকিলাবকে জানান, পদ্মায় আজকাল নিয়মিতই বড় বড় মাছ ধরা পড়েছে। এতে জেলে ও ব্যবসায়ীরা খুব খুশি। আমরা চেষ্টা করছি এ ধরনের মাছের জন্য অভয়াশ্রম গড়ে তুলে তাদের রক্ষা করতে। যেন তারা নদীতে বংশ বিস্তার করে মাছের উৎপাদন বাড়াতে পারে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন