শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

জালে ধরা পড়ল ২৫ কেজির বাঘাইড়

গোয়ালন্দ (রাজবাড়ী) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৪ অক্টোবর, ২০২১, ১২:০৯ এএম

পদ্মা নদীতে জেলের জালে ২৫ কেজির বিশাল বাঘাইড় মাছ ধরা পড়েছে। গতকাল পদ্মা নদীর মানিকগঞ্জের বাল্লা এলাকা হতে জেলে রঞ্জিত হালদার মাছটি ধরেন।

জানা যায়, মাছটি বিক্রির জন্য জেলে রঞ্জিত দৌলতদিয়া ঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহানের সাথে যোগাযোগ করেন। স্থানীয় মৎস্য ব্যবসায়ী সম্রাট শাহজাহান জেলের কাছ থেকে ১ হাজার ১০০ টাকা কেজি দরে মোট ২৭ হাজার ৫০০ টাকায় কিনেন। জেলে রঞ্জিত হালদার জানান, প্রতিদিনের মতো তারা গত শনিবার সারারাত পদ্মায় জাল ফেলে মাছ ধরার চেষ্টা করেন। কিন্তু সারারাত কোন মাছের দেখা মেলেনি। গতকাল ভোরের দিকে বাঘাইড় মাছটি জালে ধরা পড়ে। সে মাছটি বিক্রিও করেছি ভালো দামে।
মৎস্য ব্যবসায়ী সম্রাট শাহজাহান বলেন, পদ্মার বড় মাছের চাহিদা বেশি। মাছটি ১১শ’ টাকা কেজি ধরে কিনে পরে কিছু লাভে ১২শ’ টাকা কেজি দরে মোট ৩০ হাজার টাকায় ঢাকার ব্যবসায়ীর কাছে বিক্রি করে দিয়েছি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন