রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ইতালিতে ভবনে আছড়ে পড়লো প্রাইভেট বিমান, পাইলটসহ নিহত ৮

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ অক্টোবর, ২০২১, ১২:২৯ পিএম

ইতালির মিলান শহরে একটি প্রাইভেট বিমান বিধ্বস্ত হয়েছে। এতে ৮ আরোহী নিহত হয়েছেন। সোমবার (৪ অক্টোবর) বিবিসি’র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, মিলানের লিনাতে বিমানবন্দর থেকে রওনা হয়েছিল বিমানটি, গন্তব্য ছিল সার্ডিনিয়া দ্বীপ। উড্ডয়নের পরপর শহরের উপকণ্ঠে ভূপতিত হয় বিমানটি।
প্রত্যক্ষদর্শীরা জানান, পাঁচতলা একটি খালি অফিস ভবনের ওপর আছড়ে পড়ে বিমানটি। বিশাল শব্দে বিস্ফোরণের পরই অফিসটিতে আগুন ধরে যায় এবং ঘন ধোঁয়ায় আকাশ ছেয়ে যায়।
ইতালির গণমাধ্যমে বলা হয়েছে, পাইলট ছিলেন রোমানিয়ান ধনকুবের ড্যান পেট্রেস্কু। এ দুর্ঘটনায় তিনি তার স্ত্রী ও ছেলে মারা গেছেন।
বিমান বিধ্বস্তের স্থানের পার্শ্ববর্তী একটি পার্কিং লটে থাকা বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরে যায়। তবে ওই সময় গাড়িতে কেউ ছিলেন না। দুর্ঘটনার কারণ জানতে বিষয়টি তদন্ত করা হচ্ছে। সূত্র : বিবিসি

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন