রোববার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১, ০৩ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

কালকিনিতে ইউপি সদস্যের বসত ঘরে বোমা বিস্ফোরন, আহত ৫

কালকিনি(মাদারীপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ অক্টোবর, ২০২১, ২:০৯ পিএম | আপডেট : ২:২০ পিএম, ৫ অক্টোবর, ২০২১

মাদারীপুরের কালকিনি উপজেলার সিডিখান এলাকার মাথাভাঙ্গা গ্রামে ইউপি সদস্য মন্নান(মোনাই) মোল্লার বসত ঘরে আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে বোমা তৈরির সময় বিস্ফোরন ঘটে কমপক্ষে ৫জন আহত হয়েছে। এতে বিধ্বস্ত হয়েছে বসত ঘরটি। সোমবার রাত ২টায় এঘটনা ঘটে। এঘটনায় গুরুতর আহত নুরাই বেপারীর ছেলে ইয়ামিন(৪০) ও মৌজালি সিকদারের ছেলে সুমন সিকদার(৩০)কে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে অবস্থা বেগতিক হওয়ায় তাৎক্ষনিক বরিশাল সেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্যান্য আহত মন্নান(মোনাই) মোল্লা(৪৫), তার ভাই সিরাজ মোল্লা(৩৫) ও কামাল রাড়ি(৪৫)কে স্থানীয় ভাবে চিকিৎসা করা হয়েছে। তবে পুলিশের হাতে গ্রেফতারের ভয়ে তারা এখন পলাতক রয়েছে।
জানাগেছে, গভীর রাতে বোমা বিস্ফোরনের বিকট শব্দের সৃষ্টি হলে গ্রামবাসী গিয়ে আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে।
এব্যাপারে কালকিনি থানার অফিসার ইনচার্জ ইসতিয়াক আসফাক রাসেল বলেন ‘ খবরপেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেছে এবং জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।’

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন