কুষ্টিয়া জেলা সংবাদদাতা : কুষ্টিয়ার সদর উপজেলার স্বস্তিপুরে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই জন নিহত হয়েছে। র্যাবের তথ্য মতে, নিহত দুই জন নিষিদ্ধ ঘোষিত চরমপন্থি সংগঠন গণমুক্তিফৌজের সক্রিয় সদস্য।বুধবার দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো, ইসলামী বিশ্ববিদ্যালয় থানার মৃত্তিকাপাড়া গ্রামের মৃত আনছার শেখ’র ছেলে আকাউদ্দিন হিয়া (৪৫) ও একই গ্রামের জলিল শেখ’র ছেলে লিয়াকত আলী (৪০)।
র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের অধিনায়ক মেজর মোসাদ্দেক ইবনে মুজিব জানান, বুধবার দিবাগত রাতে কুষ্টিয়া-ঝিনাইদহ সড়কের পাশে স্বস্তিপুর গ্রামের ডানপাশে একটি বাঁশবাগানে বসে বড় ধরনের অপরাধ সৃষ্টির জন্য চরমপন্থিরা গোপন বৈঠক করছে, এমন সংবাদে রাত সাড়ে তিনটার দিকে র্যাবের একটি দল সেখানে গেলে চরমপন্থিরা তাদেরকে লক্ষ্য করে গুলি ছোড়ে।
র্যাবও পাল্টা গুলি ছুড়লে শুরু হয় বন্দুকযুদ্ধ। এসময় গুলিবিদ্ধ হয়ে আকাউদ্দিন হিয়া ও লিয়াকত আলী নিহত হয়।
ঘটনাস্থল থেকে দুইটি বিদেশি পিস্তল, একটি একনলা বন্দুক, একটি ওয়ান শুটার বন্দুক এবং ১২ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে।
নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতরা হত্যাসহ বেশ কয়েকটি মামলার আসামি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন