শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

গভর্নিং বডির নির্বাচন পিছিয়ে দেয়ার দাবি অভিভাবক ফোরামের

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৭ অক্টোবর, ২০২১, ১২:০০ এএম

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান তথা স্কুল-কলেজ-মাদরাসার গভর্নিং বডি নির্বাচন তিন মাস পেছানোর দাবি জানিয়েছে অভিভাবক ঐক্য ফোরাম। গতকাল বুধবার ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জিয়াউল কবির দুলু ও সাধারণ সম্পাদক মো. সেলিম উদ্দিন গণমাধ্যমে পাঠানো এক বিবৃতি এই দাবি জানান। তারা বিবৃতিতে বলেন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি প্রবিধান মালা ২০০৯ এর ৪ নং ধারার “ঘ” প্রবিধি’র শর্তে উচ্চ মাধ্যমিক স্তরের কোন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান মাধ্যমিক স্তরের সঙ্গে যুক্ত থাকলে উচ্চ মাধ্যমিক স্তরের একাদশ ও দ্বাদশ শ্রেণির অভিভাবকদের ভোটে একাদশ শ্রেণির দুইজন অভিভাবক সদস্য নির্বাচিত হবেন। উচ্চ মাধ্যমিক প্রতিষ্ঠানে বর্তমান (২০১৯-২০২০) সেশনের শিক্ষার্থীরা আছে যারা ২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থী। অন্যদিকে (২০২০-২০২১) শিক্ষা বর্ষের শিক্ষার্থীরা গত ৩০ জুন ২০২১-এ একাদশ শ্রেণির সেশন শেষ হয়ে বর্তমানে দ্বাদশ শ্রেণিতে আছে। (২০২০-২০২১) শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের অভিভাবক গভর্নিং বডির সদস্য নির্বাচিত হলে মাত্র ৬ মাস তারা অভিভাবক থাকবে। অথচ গভর্নিং বডির মেয়াদ ২ বছর।

অন্যদিকে নভেম্বরে ২০২১ এসএসসি পরীক্ষা হলে জানুয়ারি ২০২২ এ একাদশ শ্রেণিতে এদেরকে ভর্তি করানো সম্ভব হবে। তাই মাত্র তিন মাস পর গভর্নিং বডির নির্বাচন পিছিয়ে দিলে আইনগত কোন জটিলতা দেখা দিবে না। বরং প্রবিধান মালা ২০০৯ এর ৪ নং ধারার “ঘ” মোতাবেক নির্বাচন করা সম্ভব হবে।
বিবৃতিতে নেতৃদ্বয় উক্ত বিষয়টি বিবেচনায় নিয়ে গভর্নিং বডি নির্বাচন ৩ মাস পিছিয়ে দেয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানসহ অন্যান্য শিক্ষা বোর্ড কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানান অভিভাবক ঐক্য ফোরামের নেতারা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন