শিক্ষায় দূর্নীতি দূর করতে অভিভাবক ঐক্য ফোরাম ২৪ দফা দাবি জানিয়েছে। বুধবার (২৭ ফেব্রুয়ারি) মতিঝিলের একটি রেষ্টুরেন্টে ফোরামের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার ফাহিম উদ্দিন আহম্মদের সভাপতিত্বে এক সভায় এই দাবি জানানো হয়। সরকারের নিকট পেশ করার জন্য এই ২৪ দফা দাবির মধ্যে রয়েছে- শিক্ষা ক্ষেত্রের দূর্নীতি দূর করা, শিক্ষা আইন অনুমোদন ও বাস্তবায়ন করা, শিক্ষার গুণগত মান বৃদ্ধি করা, শিক্ষা ও পরীক্ষা পদ্ধতি সংস্কার করা, শিক্ষা বাজেট বৃদ্ধি করা, শিক্ষায় দূর্নীতিবাজদের গ্রেফতার করা, শিক্ষা বাণিজ্য বন্ধ করা, প্রশ্নপত্র ফাঁস রোধে আরও কার্যকর ব্যবস্থা নেওয়া, আইন করে কোচিং বাণিজ্য, গাইড ও নোট বই নিষিদ্ধ করা, ঢাকার নামকরা স্কুলের ভর্তি বাণিজ্য ও নিয়োগ বাণিজ্যের হোতাদের গ্রেফতার করা, অনিয়মের জন্য বেসরকারী স্কুল-কলেজের পরিচালনা পর্ষদকে শাস্তির আওতায় আনা, ঢাকার নামকরা স্কুলের পরিচালনা পর্ষদের সব সদস্যদের বৈধ আয় বর্হিভূত সম্পদের হিসাব দুদকের নেওয়া, এলাকা ভিত্তিক শিক্ষা জোন চালু করা, শ্রেণির প্রত্যেক সেকশনে ৪০ জন করে ছাত্র সংখ্যা নির্ধারণ করা, সৃজনশীল পদ্ধতির উপর শিক্ষকদের পর্যাপ্ত ট্রেনিং এর ব্যবস্থা করা, শিক্ষা উপকরণ সহজ লভ্য করা, মতিঝিল আইডিয়াল স্কুল এ্যান্ড কলেজ এবং ভিকারুন নেছা নূন স্কুল এন্ড কলেজকে সরকারিকরণ করা, বেসরকারী স্কুল- কলেজের ছাত্র-ছাত্রীর ভর্তি নীতিমালা পূর্ণাঙ্গ কার্যকর করা এবং টিউশন ফি নির্ধারণ করে নীতিমালা জারি করা, প্রতি বছর বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের উপরের শ্রেণিতে ভর্তির নামে হাজার হাজার টাকা সেশন চার্জ আদায় বন্ধ করা, ৫ম শ্রেণির পিইসি পরীক্ষা বাতিল করা, ভুয়া সনদে নিয়োগকৃত শিক্ষকদেরকে চাকুরীচ্যুতি ও শাস্তির আওতায় আনা, বেসরকারী স্কুল-কলেজের সভাপতি পদে নির্বাচনের ব্যবস্থা করা, শিক্ষাকে জাতীয়করণ করার দাবি চূড়ান্ত করা হয়। অচিরেই উক্ত দাবিনামা মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর নিকট হস্তান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় দূর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান পাশাপাশি শিক্ষায় দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন