বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

শাহজালাল বিমানবন্দরে দেড় কেজি স্বর্ণ উদ্ধার

প্রকাশের সময় : ১১ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় দেড় কেজি ওজনের স্বর্ণ উদ্ধার করেছে কাস্টমস কর্মকর্তারা। অবৈধভাবে আনা ১৪টি স্বর্ণের বার ও ১৩টি চেইন উদ্ধার করা হয়েছে। এসময় ফারুক হোসেন নামে এক যাত্রীকে আটক করেছেন কাস্টমসের কর্মকর্তারা।
গতকাল সোমবার সকাল ১১টার দিকে তাকে আটক করা হয়। তিনি থাই এয়ারওয়ের টিজি-৩২১ ফ্লাইটে ঢাকায় আসেন। ঢাকা কাস্টমস হাউজের সহকারী কমিশনার এএইচএম আহসানুল কবির জানান, বেলা ১১টার দিকে থ্যাইল্যান্ড থেকে ঢাকায় আসেন তিনি। স্বর্ণের চোরাচালান আসছে আগ থেকেই এধরনের খবর ছিল। গোপন সংবাদের ভিত্তিতেই ওই যাত্রীকে আটকের পর তাকে তল্লাশি করে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন