মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

রাষ্ট্রদ্রোহসহ ৬ মামলায় সময় পেয়েছেন খালেদা

প্রকাশের সময় : ১১ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

কোর্ট রিপোর্টার : রাষ্ট্রদ্রোহসহ ৬ মামলায় সময় পেয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গতকাল ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কামরুল হোসেন মোল্লা এ আদেশ দেন। এর আগে খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া সময় চেয়ে আদালতে আবেদন করেন। আবেদনে বলা হয়, এ মামলার আসামি বেগম খালেদা জিয়া শারীরিকভাবে অসুস্থ থাকার কারণে তিনি আদালতে হাজির হতে পারেন নি। তাই সময় দেয়া হোক।
মামলার নথি সূত্রে জানা গেছে, রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ড. মোমতাজ উদ্দিন আহমদ মেহেদীর বাদী হয়ে চলতি বছরের ২৫ জানুয়ারি ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলা করেন। এর আগে ২০১৬ সালের ২১ জানুয়ারি রাষ্ট্রদ্রোহ মামলা করার অনুমোদন দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ মামলায় গতকাল অভিযোগ গঠনের শুনানির জন্য দিন ধার্য ছিল। শুনানি শেষে আদালত আগামী ৮ নভেম্বর নতুন তারিখ ধার্য করেন।
এছাড়া ২০১৫ সালের প্রথম দিকে বিএনপির হরতাল-অবরোধ চলাকালে মিরপুরের দারুস সালাম থানা এলাকায় নাশকতার অভিযোগে ৫টি মামলা করে পুলিশ। পরে ঘটনার তদন্ত করে এসব মামলায় চলতি বছরের প্রথম দিকে বেগম খালেদা জিয়াসহ অন্য আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। তিনি এ সকল মামলায় জামিনে আছেন। গতকাল এ মামলার ধার্য তারিখ ছিল।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন