শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

গোদাগাড়ী পৌরসভার উপ-নির্বাচনে মেয়র পদে নৌকা প্রতীকের জয়

গোদাগাড়ী ( রাজশাহী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ অক্টোবর, ২০২১, ৬:১৫ পিএম

রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার উপ নির্বাচনে আওয়ামী লীগের অয়েজউদ্দীন বিশ্বাস মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি নৌকা প্রতিকে ভোট পেয়েছেন ৬ হাজার ২৮৫।

তার নিকটতম স্বতন্ত্র মেয়র প্রাথী জান্নতুল ফেরদাউস নারিকেল গাছ প্রতিকে ভোট পেয়েছেন ৬১৬। আর স্বতন্ত্র মেয়র প্রাথী গোলাম কিবরিয়া রুলু মোবাইল ফোন প্রতিকে ২৭৬ ও স্বতন্ত্র মেয়র প্রাথী আমিনুল ইসলাম ৩০ ভোট পেয়েছেন।

এদিকে বৃহস্পতিবার সকাল থেকে বিকাল ৪টা পর্যন্ত শান্তিপুর্ণভাবে ভোট গ্রহন চলেছে। পৌরসভার ৯টি ওয়ার্ডে ১৬ টি ভোট কেন্দ্র ভোটারদের উপস্থিতি কম দেখা গেছে।

গোদাগাড়ী পৌরসভায় ভোটার ৩২ হাজার ৯০২ ভোট। উপ নির্বাচনে ২১দশমিক ৯ ভাগ ভোট পড়েছে বলে উপজেলা নির্বাচন কর্মকর্তা মশিউর রহমান জানান। গোদাগাড়ী পৌরসভার মেয়র মনিরুল ইসলামের মৃত্যুতে মেয়র পদটি শুণ্য হলে উপ নির্বাচন অনুষ্ঠিত হয়।
মোঃ হায়দার আলী,

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন