সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্বাস্থ্য

পেইনকিলারের অপব্যবহার

| প্রকাশের সময় : ৮ অক্টোবর, ২০২১, ১২:০৫ এএম

সম্প্রতি এক জরিপে দেখা যায়, পাঁচ হাজার তরুণ-তরুণীর শতকরা ৩৩ জন দৈনিক পেইনকিলার নেন। এদের বয়স ১৮ থেকে ২৪ বছরের মধ্যে। জরিপে বলা হয়েছে, এরা পেইনকিলার নেন সামান্য মাথাব্যথা ও মাংসপেশির ব্যথার জন্য। এসব নেন কোনো চিকিৎসকের পরামর্শ ছাড়াই। এসব পেইনকিলার হলো- অ্যাসপিরিন,প্যারাসিটামল, ইবুপ্রোফেন, ন্যাপ্রোক্সেন ও কক্স-২ ইনহিবিটর। এগুলো সহজলভ্য প্রেসক্রিপশন ছাড়াই যেকোনো ফার্মেসিতে চাইলেই পাওয়া যায়। বিশেষজ্ঞ চিকিৎসক এ ব্যাপারে চিন্তিত। কারণ তারা নিষ্প্রয়োজনে এগুলো নিয়ে হার্টের ক্ষতিসাধন করছেন, হার্ট ফেইলিউর হচ্ছে, পাকস্থলীতে জ্বালা-যন্ত্রণা এবং হঠাৎ পাকস্থলী থেকে রক্তক্ষরণ হচ্ছে। কিডনি অকেজো হয়ে পড়ছে। দীর্ঘদিন পেইনকিলার ব্যবহারে লিভার আক্রান্ত হচ্ছে। গবেষকেরা পেইনকিলারের অপব্যবহারের ক্লিনিক্যাল বিশ্লেষণ করেছেন, এসব ব্যথানাশকের প্রতিক্রিয়া কী বা পরিণাম কী? ওইসব ব্যথানাশক ওষুধে জ্বর ও ব্যথা কমে। তাই বেশির ভাগ আর্থরাইটিস ও মাইগ্রেন রোগী এসব বেশি ব্যবহার করেন। তারা জরিপে দেখেছেন, যারা চিকিৎসকের পরামর্শ ছাড়াই এসব দীর্ঘ দিন ব্যবহার করেন, তাদের মধ্যে ৪৫ শতাংশ মারা যান হার্ট অ্যাটাক বা স্ট্রোকে। তবে এসব পেইনকিলারের মধ্যে ইবুপ্রোফেন ও নেপ্রোক্সেন কম ক্ষতিকারক। কিন্তু উরপষড়ভবহপব-জাতীয় ব্যথানাশক ওষুধ অত্যন্ত ক্ষতিকর। তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া পেইন কিলার ব্যবহার মারাত্মক। পেইনকিলার নিলে হার্ট অ্যাটাক করতে পারে? বিশেষজ্ঞরা বলেছেন, বিনা পরামর্শে পেইনকিলার নিলে হার্ট অ্যাটাক করতে পারে। কেননা এটা রক্তের Prostacyclcin-এর মাত্রা হ্রাস করে, যা রক্তের চষধষবষবঃং ও কমায়। দীর্ঘ দিন পেইনকিলার ব্যবহারে এটা হয়। তা ছাড়া ধমনির আকার-আকৃতি পরিবর্তন করে হার্ট অ্যাটাক করতে পারে। স্ট্রোকও করতে পারে। যাদের আগে থেকে হৃদরোগ আছে, তাদের জন্য যখন তখন পেইনকিলার ব্যবহারে মৃত্যুর ঝুঁকি আছে। কাজেই হৃদরোগীরা পেইনকিলার ব্যবহারে সতর্ক থাকবেন। তবে Naprxcin ততটা ঝুঁকিপূর্ণ নয়। তবুও চিকিৎসকের পরামর্শ ছাড়া পেইনকিলার নেয়া উচিত হবে না। তাই সবাই পেইনকিলার ব্যবহারে সতর্ক থাকুন।

মো. লোকমান হেকিম
লেখক: চিকিৎসক-কলামিস্ট।
মোবা : ০১৭১৬২৭০১২০

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন