শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

‘আ.লীগ ধর্মীয় গোড়ামিতে বিশ্বাস করে না’

স্টাফ রিপোর্টার, মাদারীপুর থেকে : | প্রকাশের সময় : ৯ অক্টোবর, ২০২১, ১২:০১ এএম

আওয়ামী লীগ ধর্মীয় গোড়ামিতে বিশ্বাস করে না। কোন ধর্মকে ছোট করে উসকানি দেয়ার কাজও আওয়ামী লীগের প্রকৃত নেতা-কর্মী করতে পারে না। এমনটাই দাবি করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য কৃষিবিদ আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম। তিনি গতকাল দুপুরে মাদারীপুর শহরে ‘মহিউদ্দিন আহমেদ আয়ান মডেল মাদরাসা ও শিশু সদনে’ তার রত্নগর্ভা মা আলহাজ নূরজাহান বেগমের প্রথম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিলে নেতা-কর্মীদের উদ্দেশে এ কথা বলেন।

আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম বলেন, ‘যারা ধর্মীয় উসকানি দিয়ে ফায়দা লুটতে চায়, তারা আওয়ামী লীগার হতে পারে না। আওয়ামী লীগ একটি আর্দশের প্রতীক। যারা আওয়ামী লীগ করবে, তারা এলাকার সৎ ব্যক্তি হিসেবে পরিচিত থাকবে। আর যাদের নৈতিক চরিত্র ভালো না, তারা দয়া করে আওয়ামী লীগকে কলুষিত করবেন না।’ তিনি এসময় তার মৃত বাবা-মায়ের জন্য সবার কাছে দোয়া কামনা করেন। এসময় তার অন্য ভাইয়েরা উপস্থিত ছিলেন। এছাড়া দিনব্যাপী মাদারীপুর পৌর শহরের প্রতিটি এতিমখানা ও মাদরাসায় কোরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এছাড়া মাদারীপুর জেলা আওয়ামী লীগ, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের উদ্যোগে দোয়ার আয়োজন করা হয়।
মহিউদ্দিন আহমেদ আয়ান মডেল মাদরাসা ও শিশু সদনে দুপুরে কোরআন খতম করে শিশুদের মাঝে খাবার পরিবেশন করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজাদুর রহমান মুন্সি, মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর কবির, সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, শ্রম বিষয়ক সম্পাদক খন্দকার খায়রুল হাসান নিটুল, দফতর সম্পাদক গোলাম মাওলা আকন্দ, জেলা যুবলীগের সভাপতি আতাহার সর্দার, জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ হোসেন অনিক, সাধারণ সম্পাদক বায়েজিত হাওলাদার প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন