শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ভাসানচরে ২ রোহিঙ্গা দালাল আটক

নোয়াখালী ব্যুরো : | প্রকাশের সময় : ১০ অক্টোবর, ২০২১, ১২:০১ এএম

হাতিয়ার ভাসানচর আশ্রায়ন কেন্দ্রে দুই রোহিঙ্গা দালালকে আটক করেছে কোস্টগার্ড গোয়েন্দা ও এপিবিএন সিভিল টীমের সদস্যরা। আটককৃতরা হলো, মো. রফিক সে ভাসানচর আশ্রয়ন কেন্দ্রের ৮ নম্বর ক্লাস্টারের মৃত মো. ইসলামের ছেলে, ২৪ নম্বর ক্লাস্টারের দিল মোহাম্মদের ছেলে মো. সেলিম। গতকাল শনিবার সকাল সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড গোয়েন্দা ও এপিবিএন সিভিল টীমের সদস্যরা ভাসানচর আশ্রয়ন কেন্দ্রের ২৪ নম্বর ক্লাস্টার থেকে ১ জন এবং ৮ নম্বর ক্লাস্টার একজন রোহিঙ্গা দালালকে আটক করে । নোয়াখালীর পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম জানান, আটককৃত রোহিঙ্গারা টাকার বিনিময়ে রোহিঙ্গাদেরকে চট্টগ্রাম-নোয়াখালী পাচার করত বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। আটককৃত রোহিঙ্গা দালালদেরকে সিআইসি অফিসে হস্তান্তর করা হয়েছে। পরবর্তীতে এ ঘটনায় আইনগত প্রদক্ষেপ নেয়া হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন