শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

মহানগর

বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম শতভাগ সফল করতে হবে চসিক মেয়র

প্রকাশের সময় : ১২ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, ডোর টু ডোর বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম যত কঠিন ও দুরূহ হোক না কেন তা শতভাগ সফল করতেই হবে। গতকাল (মঙ্গলবার) নগরভবনের সম্মেলন কক্ষে ১৬টি ওয়ার্ডের কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর ও পরিচ্ছন্ন বিভাগের সাথে অনুষ্ঠিত বৈঠকে মেয়র একথা বলেন। মেয়র বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটিকে এ বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কর্মসূচি সফল করার আহ্বান জানান। আ জ ম নাছির উদ্দীন বলেন, ক্লিন ও গ্রিন সিটির ভিশন বাস্তবায়ণের লক্ষে গত আগষ্ট থেকে নগরীর ঘরে ঘরে বিন বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। ৩১ ডিসেম্বর পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত থাকবে। বিন বিতরণ সম্পন্ন হওয়ার পর মাইকযোগে প্রচার করে ডোর টু ডোর বর্জ্য সংগ্রহ ও ডাম্পিং কর্মসূচি চালু হবে। বৈঠকে প্রধান নির্বাহী কর্মকর্তা হাজী কাজী মো. শফিউল আলম, বর্জ্য ব্যবস্থপনা সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি ও কাউন্সিলর শৈবাল দাশ সুমন, কাউন্সিলর তারেক সোলায়মান সেলিম, মো. গিয়াস উদ্দিন, মোহাম্মদ জাবেদ, হাজী মোহাম্মদ মোবারক আলী, মো. সলিম উল্লাহ বাচ্চু, মো. মোরশেদ আলম, কফিল উদ্দিন খান, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর মনোয়ার বেগম মনি, জেসমিন পারভিন জেসী, ফারহানা জাবেদ, ফেরদৌস আকবর, নিলু নাগ, সচিব মোহাম্মদ আবুল হোসেন, প্রধান প্রকৌশলী লে.কর্ণেল মহিউদ্দিন আহমদ, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ শফিকুল মান্নান সিদ্দিকী প্রমুখ উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন