দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভায় উৎসব মুখর পরিবেশে তৃতীয় ধাপে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এদিকে মনোয়ন পত্র দাখিল শেষ দিন হওয়ায় আজ রোববার সকাল থেকে মেয়র প্রার্থী এবং কাউন্সিলার ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর তাদের মনোয়ন পত্র ঘোড়াঘাট নির্বাচন কমিশনারের কাছে দাখিল করেন।
আগামী ২রা নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ঘোড়াঘাট পৌরসভায় উৎসব মুখর পরিবেশে নির্বাচন । আজ মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ দিন হওয়ায় সকাল থেকে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী ইউনুস আলী ও স্বতন্ত্র বর্তমান মেয়র আব্দুস সাত্তার মিলন, আবুল কালাম আজাদ, আব্দুল মান্নান সরকার, রানা মিয়া সহ ৫ জন মনোনয়ন পত্র দাখিন করেন। এছাড়া কউন্সিলর পদে ৩৭ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৯ জন তাদের মনোয়ন পত্র ঘোড়াঘাট জেলা রির্টানিং অফিসার এর কাছে মনোয়ন পত্র দাখিল করেন।
ঘোড়াঘাট রির্টানিং অফিসার বলেন, ২রা নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ঘোড়াঘাট পৌরসভা নিবার্চন এদিকে ৯ টি ভোট কেন্দ্রে ভোটাররা তাদের ভোট দিতে পারবে। পৌরসভায় পুরুষ ভোটার ৯ হাজার ৭শ ৫৬ জন, মহিলা ভোটার ১০ হাজার ১শ ৯১ জন, নতুন পুরাতুন মিলে মোট ভোটার ১৯ হাজার ৪শ ৪৭ জন তাদের ভোট পদান করবেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন