মির্জাপুর উপজেলা সংবাদদাতা : টাঙ্গাইলের মির্জাপুরে বয়স্ক ও প্রতিবন্ধী ভাতাকার্ড দেয়ার নাম করে কয়েক লক্ষাধিক টাকা প্রতারণার মাধমে হাতিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার ঘটনার সাথে জড়িত রাশেদা বেগম (৩০) নামে এক মহিলাকে গ্রেফতার করা হয়েছে। রাশেদা উপজেলার উয়ার্শী ইউনিয়নের মৈশামূড়া গ্রামের রুহুল আমীন বিপ্লবের স্ত্রী।
ঘটনার বিবরণে জানা গেছে, রাশেদা বেগম উয়ার্শী ইউনিয়নের মংমটং গ্রামসহ আশপাশের এলাকা থেকে বয়স্ক ভাতা ও প্রতিবন্ধীদের ভাতার কার্ড করে দেয়ার নাম বিভিন্ন সময় প্রায় ৪০ জন লোকের কাছ থেকে কয়েক লক্ষাধিক টাকা হাতিয়ে নেন। দীর্ঘ দিনেও কার্ড করে দিতে না পারায় এলাকাবাসী ঘটনার সাথে জড়িত রাশেদা বেগমকে আটক করে মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে নিয়ে আসেন। নির্বাহী অফিসার মো. মাসুম আহমেদ পুলিশকে খবর দিলে মির্জাপুর থানা পুলিশ রাশেদাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। এ ব্যাপারে মির্জাপুর থানা উপ পরিদর্শক (এসআই) শফিকুল আলমের সঙ্গে কথা হলে তিনি বলেন, তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে নিয়মিত মামলা হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন