চট্টগ্রামে এক গৃহবধূ ও এক কিশোরীর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে বোয়ালখালী স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ থেকে গৃহবধূ মেহেরুন্নেছার (২১) লাশ উদ্ধার করে পুলিশ। তিনি পোপাদিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সুজাত আলীর বাড়ির প্রবাসী খায়রুল ইসলাম বাবুর স্ত্রী ও পশ্চিম গোমদন্ডী আপেল আহমদ টেক এলাকার জাফর আহমদের মেয়ে।
পুলিশ জানায়, শ্বশুর বাড়ি থেকে মেহেরুন্নেছাকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। শ^শুর তোফায়েল আহমেদ দাবি করেন মেহেরুন্নেছা স্ট্রোক করেছেন। তবে চিকিৎসকরা জানান, প্রাথমিকভাবে তার শরীরে আঘাতের চিহ্ন দেখা গেছে। লাশ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এদিকে নগরীর ইপিজেড এলাকায় লিমা আক্তার নামে এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি প্রেমের সম্পর্ক মেনে না নেওয়ায় ওই কিশোরী আত্মহত্যা করেছে। এ ঘটনায় প্রেমিক মো. শাকিল ও তার মামা সোলায়মান ওরফে ইয়াকুবকে গ্রেফতার করেছে পুলিশ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন