কুমিল্লার নানুয়া দীঘির পাড়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহাগন্থ আল কোরআন অবমাননার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির শীর্ষ নেতৃবৃন্দ।
কোরআন অবমাননার ঘটনার প্রতিবাদে আজ এক বিবৃতিতে সংগঠনের আমীর আল্লামা সারওয়ার কামাল আজিজী ও মহাসচিব মাওলানা মুসা বিন ইজহার বলেন, ৯০% ভাগ মুসলিম অধ্যুষিত সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে এতো বড় দুঃসাহস এর উৎস কি? নেতৃদ্বয় দেশের শান্তি শৃঙ্খলা ও ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করার এই গভীর চক্রান্তের বিরুদ্ধে জনগণকে সতর্ক ও সচেতন থাকারও আহবান জানান। নেতৃদ্বয় সরকারের প্রতি এই ন্যাক্কারজনক ও ধৃষ্টতামূলক কর্মকান্ডের সাথে জড়িতদের অনতিবিলম্বে গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির আওতায় আনার জোর দাবি জানান। অন্যথায় এর কড়া মাশুল দিতে হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন। নেতৃবৃন্দ জনগণকে শান্ত থেকে নিয়মতান্ত্রিক শান্তিপূর্ণ প্রতিবাদের মাধ্যমে ধৈর্য ধারণ করারও আহবান জানান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন