শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

বিএনপি-জামায়াতের ইন্ধনেই কুমিল্লার ঘটনা ঘটেছে: কুষ্টিয়ায় হানিফ

কুষ্টিয়া থেকে স্টাফ রির্পোটার | প্রকাশের সময় : ১৪ অক্টোবর, ২০২১, ৫:৫৯ পিএম

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, কুমিল্লায় যে ঘটনা ঘটেছে তা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, সুপরিকল্পিতভাবে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ধ্বংস করতে ঘটানো হয়েছে। হিন্দু ধর্মের কোনো লোক মন্দিরে কোরআন রাখবে এটা পাগল ছাড়া কেউ বিশ্বাস করবে না। এটা রাখাই হয়েছে দেশকে অস্থিতিশীল করার জন্য।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) বেলা ১১টায় কুষ্টিয়া আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে সদর উপজেলা ও পৌর আওয়ামী লীগের নবগঠিত কমিটির পরিচিতি সভায় যোগদানের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

হানিফ বলেন, বিএনপি-জামায়াত জোটের ইন্ধনেই কুমিল্লায় এমন ন্যক্কারজনক ঘটনা ঘটেছে। বাংলাদেশ সরকার বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সব এজেন্সি মাঠে আছে। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার অপচেষ্টাকারীদের কঠোরভাবে দমন করা হবে।

সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আ স ম আখতারুজ্জামান মাসুমের সভাপতিত্বে পরিচিতি সভায় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আতাউর রহমান আতাসহ আওয়ামী লীগের নেতারা।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন