শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সম্পাদকীয়

তরুণরা সম্পদ

| প্রকাশের সময় : ১৫ অক্টোবর, ২০২১, ১২:০৭ এএম

জনমানবহীন কোনো দেশের অস্তিত্ব কল্পনা করা অসম্ভব। আজ বাংলাদেশ উন্নয়নশীল রাষ্ট্রে রূপান্তরিত হয়েছে। এই অগ্রগতি সফল্য লাভ করেছে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায়, বিশেষ করে তরুণ ও যুব জনবলের মাধ্যমে। ভালো-মন্দ, ইতিবাচক-নেতিবাচক নানা তত্ত¡, মতবাদ, ভাবধারার সঙ্গে পরিচিত হতে শুরু করে। যুগে যুগে তরুণেরাই পৃথিবীতে রচনা করেছে ভালোবাসার স্বর্গ। সেবা ধর্মের মধ্যে যে মহত্ব, যে উদারতা, যে আত্মত্যাগ, যে সেবা পরায়নতা তরুণ সমাজই সর্বাগ্রে তার সন্ধান পায়। জনসেবায় মহৎ আর্দশে অনুপ্রাণিত হয়ে অনেক সময় তারা অকাতরে মৃত্যুকেও বরণ করে নেন। মানুষের দুঃসহ লাঞ্চনায় তরুণ প্রজন্ম কখনোই নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে থাকতে পারে না। তারা ক্ষুদ্রতা; স্বার্থপরতার ঊর্ধ্বে। তাদের ব্রত মানবতার উদ্বোধন। তরুণ সমাজই দেশের অস্তিত্ব ও মূল সম্পদ। অথচ, এদেশের তারুণ্যের অপচয় সচেতন মানুষকে উদ্বিগ্ন করে। তরুণ প্রজন্মের মেধা অপচয় যেন না ঘটে সে দিকে লক্ষ্য রাখতে হবে। রাষ্ট্রের ওপর দোষারোপ না করে আত্মকর্মসংস্থান সৃষ্টি করতে হবে। দেশের বোঝায় পরিণত না হয়ে নিজেকে দেশের অত্যন্ত মূল্যবান সম্পদে পরিণত করতে হবে। তরুণ প্রজন্মকেই প্রমাণ করতে হবে- তারা দেশের অভিশাপ নয়; বরং রাষ্ট্রের অস্তিত্ব, সম্মান ও দক্ষ সম্পদ।

মো. তোফাজ্জল হোসেন
শিক্ষার্থী, কুমিল্লা বিশ্ববিদ্যালয়

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন