শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

রাজশাহী বাঘায় সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ১৫ অক্টোবর, ২০২১, ৬:১৫ পিএম

রাজশাহীর বাঘা বাউসা ইউনিয়নের হরিনা পশ্চিমপাড়া গ্রামে সাপের কামড়ে রিনা বেগম (৪৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সংশ্লিষ্টসূত্র জানায়, রিনা বেগম বৃহস্পতিবার রাতের খাবার খেয়ে নিজ শয়ন ঘরে ঘুমিয়ে পড়ে। রাত ২টার দিকে বাড়ির উঠানের কুঠিতে রাখা মুরগি ছটফট করছিল। এ সময় সে কুঠিতে রাখা মুরগি দেখতে গেলে বিষাক্ত সাপ তাকে কামড় দেয়। আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর ভোর সাড়ে ৪টার দিকে মৃত্যু হয়।

দায়িত্বরত চিকিৎসক চৌধুরী নিয়ামুল হাসান রিফাত ও গৃহবধূর স্বামী হেলাল উদ্দিন বলেন, সাপের কামড়ে আহত হওয়ার পর তাকে হাসপাতালে নেয়ার কিছুক্ষণ পর মারা যায়। তবে সাপটি ধরে পিটিয়ে মারা হয়েছে।

এ বিষয়ে বাউসা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শফিকুর রহমান শফিক বলেন, সাপের কামড়ে গৃহবধূর মৃত্যুর খবর পেয়ে তার বাড়িতে গিয়েছিলাম। সকালে তার দাফন সম্পন্ন করা হয়েছে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন