ফরিদপুর জেলা সংবাদদাতা : ফরিদপুরের সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের শিবরামপুর এলাকা থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে এলাকাবাসী লাশ দুটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। নিহত স্বামীর নাম মনছের শেখ (৫২) ও স্ত্রীর নাম জাহানারা বেগম (৪২)।
নিহতের মেয়ে জেসমিন বেগম ও স্থানীয়রা জানান, বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে তা পরিশোধকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়শ ঝগড়া বিবাদ হতো। বুধবার রাতেও ঝগড়া শুনতে পায় এলাকাবাসী। সকালে বাড়ীর পাশের কাঠাল গাছে স্বামী মনছের শেখের লাশ ঝুলতে দেখে এলাকাবাসী। পরে ঘরের মধ্যে তল্লাসি করে স্ত্রী জাহানারা বেগমের লাশ বিছানার উপর দেখতে পায়। পরে তারা কোতয়ালী থানা পুলিশে খবর দিলে পুলিশ লাশ দুটি উদ্ধার করে।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাজিম উদ্দিন বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তে পাঠানো হয়েছে, রিপোর্ট পাওয়ার পর হত্যা বা আত্মহত্যার বিষয়টি নিশ্চিত হওয়া যাবে এবং সে মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন