ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ডাকাতি করতে গিয়ে পুলিশের সংগে ডাকাতদের গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। একপর্যায়ে স্থানীয় জনতা ও পুলিশ ৭ ডাকাতকে গ্রেফতার করতে সক্ষম হয়। গত বুধবার রাত পৌনে ১১টার দিকে উপজেলার অরুয়াইল এলাকায় এ ঘটনা ঘটেছে। পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, বুধবার রাতে সংঘবদ্ধ একদল ডাকাত দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে নৌকায় করে অরুয়াইল এলাকায় ডাকাতি করতে যায়। এ সময় স্থানীয়রা ডাকাতদের উপস্থিতি টের পেয়ে প্রতিহতের চেষ্টা চালায়। ডাকাতরা ফাঁকা গুলি ছোঁড়ে আতংক ছড়ায়। খবর পেয়ে অরুয়াইল ফাঁড়ির একদল পুলিশ নৌকাযোগে এসে ডাকাতদের ধাওয়া করে। ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে। ডাকাত ও পুলিশের মধ্যে কিছুক্ষণ চলে গুলি বিনিময়। পুলিশ ২৪ রাউন্ড গুলি ছোঁড়ে। ডাকাতরা কমপক্ষে ৩০ রাউন্ড গুলি ছোঁড়ে বলে স্থানীয়রা জানায়। গুলির শব্দে স্থানীয় লোকজন লাঠিসোটা নিয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশের সংগে মিলে ৭ ডাকাতকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ডাকাতরা হলেন-উপজেলার চুন্টার রসুলপুর গ্রামের মানিক (৩৫), একই ইউনিয়নের নরসিংহপুর গ্রামের হানিফ (২৫), দুবাজাইল গ্রামের আজিজুর (২৫), নাসিরনগর উপজেলার বড়নগর গ্রামের দীন ইসলাম(৩০), নরসিংদী জেলার রায়পুরার মধ্যেশ্বর গ্রামের বাচ্চু মিয়া, বিলাল, ও শিমুল মিয়া। তবে পাকশিমুলের শাহিদ মিয়া নামের এক ডাকাতকে ধরেও স্থানীয় লোকজন কৌশলে ছেড়ে দেয় বলে অভিযোগ উঠেছে। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রূপক কুমার সাহা জানান, গ্রেফতারকৃত ডাকাতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন