শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

টানা ৬ দিনের ছুটি শেষে বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি শুরু

প্রকাশের সময় : ১৪ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

বেনাপোল অফিস : টানা ৬ দিনের ছুটি শেষে গতকাল বৃহস্পতিবার সকাল থেকে বেনাপোল বন্দর দিয়ে দু’দেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য শুরু হয়েছে।
আশুরা ও দূর্গাপুজা উপলক্ষে টানা ৬ দিন দু’দেশের মধ্যে আমদানি রফতানি বানিজ্য বন্ধ ছিল। বন্দরে পণ্য লোড-আনলোডে ব্যস্ত সময় পার করছেন কাস্টমস ও বন্দরের কর্মকর্তা-কর্মচারীরা।
ভারত থেকে বেনাপোল বন্দর দিয়ে সকাল থেকে বিকাল ৫টা পর্যন্ত ২৯৫ ট্রাক মালামাল আমদানি হয়েছে ।
সকালে বেনাপোল স্থলবন্দর ঘুরে দেখা যায়, আমদানি-রফতানি বাণিজ্যের সঙ্গে সম্পৃক্ত কাস্টমস, বন্দর, সিঅ্যান্ডএফ, ট্রান্সপোর্ট, ব্যাংক ও ইনস্যুরেন্স অফিস খুলেছে। এসব প্রতিষ্ঠানের অধিকাংশ কর্মকর্তা-কর্মচারী কর্মস্থলে যোগ দিয়েছেন। অফিস খুলেছে বন্দরের পণ্য লোড-আনলোডের সঙ্গে সংশিষ্ট শ্রমিক ইউনিয়নগুলো। বিশেষ করে বন্দরে কর্মরত ৩ হাজার হ্যান্ডলিং শ্রমিক কাজে যোগদান করেছে বন্দরে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন