সিরিকোট দরবার শরীফের পীর সাহেব আল্লাম পীর সৈয়দ সাবির শাহ বলেছেন, আল্লাহ পাকের নিয়ামত সমূহের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে রাসুল (সা.) আগমন। তাঁর সৃজনে ধন্য করেছেন সমগ্র সৃষ্টি জগৎকে। যাঁর সম্পর্কে স্বয়ং আল্লাহ বলেন, আপনাকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করতাম না (আল হাদিস)। আমি আপনাকে সমগ্র সৃষ্টির জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। আল্লাহর রহমত ও করুনা প্রাপ্তির কারণে খুশি উৎযাপন করা সকল সঞ্চিত এবাদত হতেও উত্তম। পবিত্র ঈদ এ মিলাদুন্নবী উপলক্ষে আঞ্জুমান-এ-রহমানিয়া আহ্মদিয়া সুন্নিয়া ট্রাষ্ট ঢাকার উদ্যোগে গতকাল রোববার রাজধানীতে বর্ণাঢ্য মিছিল (জুলুছ) শেষে মোহাম্মদপুরস্থ কাদেরিয়া তৈয়্যেবিয়া আলিয়া (কামিল) মাদরাসা মাঠে অনুষ্ঠিত মাহফিলে সভাপতিত্বের বক্তব্যে আল্লামা পীর সৈয়দ সাবির শাহ এসব কথা বলেন। মাহফিলে নেতৃবৃন্দ বলেন, অসাম্প্রদায়িক রাষ্ট্র ব্যবস্থা গঠনে রাসুল (সা.) এর আদর্শিক চেতনার বিকল্প নেই। যেখানে অশান্তি, জঙ্গিবাদ উপস্থিত তার বিপরীতে প্রিয় হাবিবের দর্শনই যথেষ্ট। সর্বত্র রাসুলের (সা.) দর্শন থেকে দূরে থাকার কারণে মানুষ পথভ্রষ্ট হচ্ছে। রাসুল (সা.)এর অনুসরণই সকল সমস্যার সমাধান নিহীত। মাহফিলে ঈদ-এ-মিলাদুন্নবী (সা.)’র তাৎপর্য্য তুলে ধরে বক্তব্য রাখেন, কাদেরিয়া তৈয়্যেবিয়া আলিয়া (কামিল) মাদরাসার প্রিন্সিপাল কাজী আব্দুল আলিম রিজভী, মাওলানা মাহমুদুর রহমান চিশতী, মাওলানা মুনিরুজ্জামান ও মুফতী মাহমুদুল হাসান সহ দেশ বরেণ্য ওলামায়ে কেরাম।
মুফতী আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক ও ড. মাওলানা নাছির উদ্দীনের পরিচালনায় এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পি.এইচ.পি গ্রুপের চেয়ারমান সূফি আলহাজ মোহাম্মদ মিজানুর রহমান, ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আলহাজ আবু আহমেদ মন্নাফী, এ্যাডিশনাল সেক্রেটারী আলহাজ মোহাম্মদ শামসুদ্দিন, জয়েন্ট সেক্রেটারী আলহাজ মো. সিরাজুল হক, ঢাকা আঞ্জুমানের চেয়ারম্যান আলহাজ মো. শহীদ উল্লাহ, সিনিয়র ভাইস-চেয়ারম্যান আলহাজ মো. ফজলুর রহমান, ভাইস চেয়ারম্যান ও মাদরাসার গভর্নিং বডির সভাপতি আলাহাজ মো. নুরুল ইসলাম রতন, আলহাজ মো. সিরাজুল হক, মো. মিজানুর রহমান, আলহাজ মো. আব্দুল মালেক বুলবুল, আলহাজ শোয়েবুজ্জামান চৌধুরী তুহিন, হাজী নুরুল আমিন, আলহাজ মো. সিরাজুল হক, প্রেসিডেন্ট আলহাজ মুহাম্মদ মহসিন ও সেক্রেটারী জেনারেল আলহাজ মো. আনোয়ার হোসেন, কেন্দ্রীয় আঞ্জুমান, গাউছিয়া কমিটি বাংলাদেশ, ট্রাস্ট বোর্ডের নেতৃবৃন্দ। পরিশেষে খতমে গাউসিয়া ও মিলাদ শরীফ সমাপান্তে বাংলাদেশসহ সমস্ত মুসলিম উম্মার শান্তি সমৃদ্ধি ও কল্যাণ কামনায় মোনাজাত পরিচালনা করেন পীর সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন