শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

যশোরে বিদেশ গমনেচ্ছুক সম্ভাব্য অভিবাসীদের সাথে এক মতবিনিময় সভা

যশোর ব্যুরো ঃ | প্রকাশের সময় : ১৮ অক্টোবর, ২০২১, ৫:৫০ পিএম

মানবাধিকার সংগঠন রাইটস যশোর’র আয়োজনে কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) যশোর’র হল রুমে বিদেশ গমনে”্ছুক সম্ভাব্য অভিবাসীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উইনরক ইন্টারন্যাশনাল এর কারিগরী সহায়তা ও এসডিসি এর অর্থায়নে পরিচালিত আশ্বাস প্রকল্পের অধীনে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের ইনস্ট্রাক্টর সৈয়দ আজিজুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন রাইটস যশোর’র প্রোগ্রাম ম্যানেজার জনাব এস এম আজহারুল ইসলাম। এ সময় আশ^াস প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন প্রকল্প সমন্বয়কারী বাদশা মিয়া। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রকল্পের মনিটরিং ও ডকুমেন্টেশন অফিসার প্রকাশ কুমার স্বর, সোশ্যাল মোবিলাইজার বজলুর রহমান ও ফিরোজ আলী। মতবিনিময় সভায় আলোচকরা বৈধভাবে বিদেশ যাওয়ার যথাযথ প্রক্রিয়া অনুসরণ সম্পর্কে উপস্থিত বিদেশ গমনেচ্ছুক নারী পুরুষগণদেরকে বিশেষভাবে অবতিকরণ করেন। এসময় সম্ভাব্য অভিবাসীরাও তাদের মতামত ব্যক্ত করেন এবং বলেন এ ধরণের সচেতনতামূলক কর্মসূচি তৃণমূল পর্যায় পর্যন্ত ছড়িয়ে দিতে পারলে ভবিষ্যতে দালালের খপ্পরে পড়ে কেউ প্রতারিত হবেনা। সভায় বিদেশ গমনেচ্ছু শতাধিক নারী উপস্থিত ছিলেন। সভাটি পরিচালনা করেন সোস্যাল মবিলাইজার ফিরোজ আলী।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন