শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

মানবপাচার আইনের অপপ্রয়োগ শীর্ষক গোলটেবিল বৈঠক আজ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৯ অক্টোবর, ২০২১, ১২:০২ এএম

আজ মঙ্গলবার সকাল ১০ টায় রাজধানীর বনানীস্থ হোটেল শেরাটনে রিক্রুটিং এজেন্সি ওয়েলফেয়ার অর্গানাইজেশন অফ বাংলাদেশ (রোওয়াব) এর উদ্যোগে ’মানব পাচার আইনের অপপ্রয়োগ বৈধ অভিবাসনের অন্তরায়’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন, বায়রার সাবেক সভাপতি ও ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধ বেনজির আহমদ এমপি। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি।

উক্ত গোলটেবিল বৈঠকে উপস্থিত থাকবেন ককাস সভাপতি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, বিএমইটির মহাপরিচালক শহীদুল আলম, র‌্যাব-৩ এর অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল রাকিবুল হাসান, বায়রার সাবেক সভাপতি মো. নূর আলী, রামরুর চেয়ারপারসন ড. তাসনিম সিদ্দিকী ও রিক্রুটিং এজেন্সিজ ঐক্য পরিষদের সভাপতি এম টিপু সুলতান। রোওয়াব সভাপতি মো. ফখরুল ইসলাম গোলটেবিল বৈঠক সফল করার অনুরোধ জানিয়েছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন