শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

স্বর্ণ চোরাচালান মামলায় ১৪ বছর কারাদন্ড

স্টাফ রিপোর্টার কুষ্টিয়া থেকে : | প্রকাশের সময় : ১৯ অক্টোবর, ২০২১, ১২:০১ এএম

স্বর্ণ চোরাচালানের মামলায় নির্মল দত্ত নামে একজনের ১৪ বছরের কারাদন্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ৩ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরোও ৬ মাসের সশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।
গত রোববার কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের এই রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্ত নির্মল দত্ত কুষ্টিয়া শহরের আমলাপাড়া এলাকার মৃত মনিন্দ্র নাথ দত্তের ছেলে। আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালের ১ মার্চ বিকেলে কুষ্টিয়া শহরের আমলাপাড়া এলাকার নুরুল ইসলাম লেনে আসামি নির্মল দত্তের বাসায় তল্লাশি করে সোনার বার উদ্ধার করে এবং নির্মল দত্তকে গ্রেফতার করে র‌্যাব-১২। তল্লাশি করে র‌্যাব তিনটি বড় ও ৮টি ছোট কাটা স্বর্ণের বার উদ্ধার করে।
আদালতের পিপি অনুপ কুমার নন্দী বলেন, মামলায় দোষী প্রমাণিত হওয়ায় নির্মল দত্তকে ১৪ বছরের কারাদন্ডের আদেশ দিয়েছেন বিচারক।
পাশাপাশি তাকে ৩ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৬ মাসের সাজার আদেশ দেন বিচারক।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন