শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

খুলনায় সনদ জালিয়াতি চক্রের সদস্য গ্রেফতার

খুলনা ব্যুরো : | প্রকাশের সময় : ১৯ অক্টোবর, ২০২১, ১২:০০ এএম

খুলনা মহানগরীতে জালিয়াতি চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। চক্রটি জাল এনআইডি কার্ড, জন্মসনদ ও বিদেশী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সনদপত্র জালিয়াতি করে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছিল। গতকাল সোমবার র‌্যাব-৬ এর মিডিয়া শাখা জানিয়েছে, গত রোববার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে খুলনা সদর থানাধীন কেডি ঘোষ রোডস্থ কেসিসি সুপার মার্কেটের তুহিন কম্পিউটার অ্যান্ড ডিজিটাল ষ্টুডিও দোকানে অভিযান চালিয়ে মো. তুহিন আলী সানাকে গ্রেফতার করা হয়। এ সময় তার দোকান থেকে জালিয়াতির কাজে ব্যবহৃত কম্পিউটার ও সরঞ্জামাদি এবং ৪ কপি এনডিআইডি কার্ড, ২ কপি জন্মসনদ, ১ কপি ইউনিয়ন পরিষদ কার্যালয় -এর জাল প্যাড ও পাঞ্জাব টেকনিক্যাল ইউনিভার্সিটির বৈদেশিক সনদপত্র উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত মো. তুহিন আলী সানা খুলনা মহানগরীর লবনচরা থানাধীন জিন্নাহপাড়া মেইন রোডের মো. আনছার আলী সানার ছেলে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন