রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্বাস্থ্য

কখনও কখনও কান চুলকাতে ভুলেও কটন বাড ব্যবহৃত নয়

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২০ অক্টোবর, ২০২১, ১২:৫৫ পিএম

যে কোনো দোকানে গেলে হটন বাড মিলে। কিন্তু এটা মানুষের কানের জন্য মারাত্মক ক্ষতিকর। আজকাল কানে কটন বাড ব্যবহার করা খুব সাধারণ বিষয় হয়ে গেছে। অথচ এটা ব্যবহার করা মোটেও স্বাস্থ্যসম্মত নয়। বরং কটন বাড ব্যবহার করে অজান্তে নিজেদেরই বিপদ ডেকে আনছি আমরা। গবেষণা বলছে, কটন বাড ব্যবহারে উপকারের চেয়ে অপকারই বেশি হচ্ছে।

কানের ময়লা (ওয়াক্স) আপনা-আপনিই তৈরি এবং বের হয়। এই ওয়াক্স ছাকনির মতো যা ময়লা ও ধূলিকণা আটকাতে সাহায্য করে। ওয়াক্স তৈরি না হলে কান শুষ্ক হতে পারে, চুলকানি হতে পারে। এসব পরিষ্কার করতে কটন বাড ব্যবহারের কোনো দরকার নেই।

আসলে যা ঘটে

• কটন বাড ব্যবহারের ফলে কানের ভেতরের ময়লা যতটা না বের হয়, তারও চেয়ে বেশি ভেতরে ঢুকে যায়।

• অনেক ক্ষেত্রে এসব ময়লা কানের পর্দার কাছাকাছি বা পর্দার ওপর স্তর আকারে জমে যায়। তখন সেই ময়লা কানের পর্দায় ব্লক হয়ে যায়, যাকে বলে ইম্প্যাক্টেড ওয়াক্স।

• বহুদিন ধরে কটন বাড ব্যবহার করলে ছত্রাক সংক্রমণও হতে পারে। তখন আঘাত লাগলে কানের পর্দা দ্রুত ফেটে যাওয়া বা কানের হাড় ভেঙে যাওয়ার ঝুঁকি থাকে।

• এক পর্যায়ে শ্রবণশক্তি নষ্ট হতে পারে; হারিয়ে যেতে পারে দেহের ভারসাম্যও।

• কানের ভেতরের সূক্ষ্ম চামড়ায় নানা সমস্যা তৈরি ও ব্যথার কারণ এই কটন বাড।

• কটন বাডের তুলার কিছু অংশ কানে রয়ে গিয়ে আরো বিপদ বাড়াতে পারে।


কান কি পরিষ্কার করা উচিত?

• কান খুঁচিয়ে পরিষ্কারের কোনো প্রয়োজনই নেই। প্রাকৃতিকভাবেই কানের ময়লা বেরিয়ে আসে।

• কানের সামনের দিকে যেসব ময়লা থাকে, সেগুলো কটন বাড দিয়ে পরিষ্কার করা হয়তো সম্ভব; কিন্তু ভেতরের ময়লা পরিষ্কার করা সম্ভব নয়।

• একান্তই কোনো কারণে কানের ময়লা পরিষ্কার করার প্রয়োজন পড়লে সে কাজটি ইএনটি চিকিৎসকরাই করবেন। তাই কানের সুস্থতার জন্য আজই ছাড়ুন কটন বাড।

বেশি চুলকালে

কান বেশি চুলকাচ্ছে মনে হলে অলিভ অয়েল, বেবি অয়েল, মিনারেল অয়েল, গ্লিসারিন—এসবের কোনো একটির কয়েক ফোঁটা কানে দিতে পারেন। ময়লা নরম হয়ে আপনি বেরি আসবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (6)
Robiul Hasan Sohel ২০ অক্টোবর, ২০২১, ৬:১৯ পিএম says : 0
সারাজীবন তো সবাই কটন বাড ব্যবহার করে আসছে। কোন সমস্যা তো হচ্ছে না।
Total Reply(0)
H M Mizan ২০ অক্টোবর, ২০২১, ৬:১৯ পিএম says : 0
বর্তমানেতো এটাই বেশি চলে।
Total Reply(0)
আরাফাত সুজিত ২০ অক্টোবর, ২০২১, ৬:২০ পিএম says : 0
কি দিয়ে কান চুলকাবো? ম্যাচের কাঠি
Total Reply(0)
Robiul Hasan Sohel ২০ অক্টোবর, ২০২১, ৬:২০ পিএম says : 1
কানের ডাক্তারের চেম্বারে গিয়ে দেখেন মানুষের সমস্যা হচ্ছে কিনা,
Total Reply(0)
রাশেদুল বাবু ২১ অক্টোবর, ২০২১, ১২:০৯ পিএম says : 0
ধন্যবাদ
Total Reply(0)
মশিউর রহমান অপু ২১ অক্টোবর, ২০২১, ৪:২০ পিএম says : 0
কানের ডাক্তারের কাছে রোগী কম যায় তাই কোন ডাক্তার গনমাধ্যমের মাধ্যমে তাদের ছাড়িয়ে কটনবাডের ব্যবসা য় ধৌশ নামাতে চাই।
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন