চট্টগ্রাম ব্যুরো : আশ্বিনের তথা শরৎ ঋতুর একেবারে শেষ প্রান্তসীমায় এসে বাংলাদেশে আবহাওয়ার পালাবদল শুরু হয়েছে। সূচিত হয়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুমালা বা বর্ষার ক্রমশ বিদায়। গতকাল (শুক্রবার) আবহাওয়া বিভাগ জানায়, বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চল থেকে মৌসুমি বায়ু প্রত্যাহার হয়েছে। পরবর্তী ৪৮ ঘণ্টায় দেশের অন্যান্য অঞ্চল থেকেও বর্ষার মৌসুমি বায়ু প্রত্যাহার হতে পারে। লঘুচাপের একটি বর্ধিতাংশ বা ট্রাফ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বর্তমানে বাংলাদেশ সন্নিহিত উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় রয়েছে। গতকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত ছিল তেঁতুলিয়ায় ৪৩ মিলিমিটার। এ সময় দেশের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল যথাক্রমে চুয়াডাঙ্গায় ৩৩.৭ এবং তেঁতুলিয়ায় ২১.৮ ডিগ্রি সেলসিয়াস। আজ (শনিবার) সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে জানা গেছে, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশের দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী ৪৮ ঘণ্টায় আবহাওয়ার বর্তমান অবস্থার সামান্য পরিবর্তন হতে পারে। বর্ধিত ৫ দিনে রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন