মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ঝিনাইদহ টিটিসি’র মাধ্যমে সরকারি খরচে বিদেশ যাওয়ার সুযোগ পাচ্ছে ২’শ জন বেকার যুবক

ঝিনাইদহ জেলা সংবাদদাতা ঃ | প্রকাশের সময় : ২৪ অক্টোবর, ২০২১, ৭:৫৫ পিএম

ঝিনাইদহ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে চাকুরি মেলা অনুষ্ঠিত হয়েছে। এতে সরকারি খরচে সৌদি আরব যাওয়ার সুযোগ পাচ্ছে ২’শ জন চাকুরি প্রত্যাশী।
রোববার সকাল থেকে টিটিসি প্রাঙ্গণে বিদেশগামীদের স্বাক্ষাতকার গ্রহণ করা হয়। চাহিদা অনুয়ায়ী পাওয়ায় আবেদনকারীদের মধ্যে ২’শ জনকে ইয়েস কার্ড প্রদাণ করা হয়।
টিটিসির অধ্যক্ষ রুস্তম আলী জানান, রোববার দিনব্যাপী স্বাক্ষাতকার গ্রহণের মাধ্যমে ২ জনকে ইয়েস কার্ড প্রদাণ করা হয়েছে। ‘ম্যাক্স ম্যানেজমেন্ট এন্ড সার্ভিসেস’ নামের একটি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে আগামী ৪৫ দিনের মধ্যে ভ্যাকসিন গ্রহণ করে সরকারি খরচে সৌদি যেতে পারবেন তারা। স্বাক্ষাতকার গ্রহণের সময় টিটিসি’র কর্মকর্তা ছাড়াও ‘ম্যাক্স ম্যানেজমেন্ট এন্ড সার্ভিসেস’র পরিচালক মেহেদি হাসান, সরকারী পরিচালক তানিম হাসানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন