শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

আঁধার মুছে সমাজকে আলোকিত ও সৃষ্টিশীল মানুষ উপহার দিতে হবে -প্রতিমন্ত্রী রাঙ্গা

প্রকাশের সময় : ১৫ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী মোঃ মসিউর রহমান রাঙ্গা বলেছেন, সুস্থ ধারার সংস্কৃতি চর্”ার মাধ্যমে আঁধার মুছে সমাজকে আলোকিত, সৃষ্টিশীল মানুষ উপহার দিতে হবে। সাধারণ মানুষের বিনোদনের সুযোগ সৃষ্টির পাশাপাশি ইতিহাসের ধারক-বাহক হিসেবে সমাজকে এগিয়ে নিতে পারে।
তিনি গতকাল (শুক্রবার) দৈনিক আজকের বিনোদন পত্রিকা আয়োজিত এক আলোচনা সভা, গুণীজনদের সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন। পত্রিকাটির সম্পাদক সালাম মাহমুদের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে আলোচনা অংশ নেন বিশিষ্ট সাংবাদিক রেদওয়ান খন্দকার, মো. আবুল খায়ের মিয়া, মেহেদী হাসান প্রমুখ। পরে প্রতিমন্ত্রী সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় গুণীজনদের হাতে ক্রেস্ট তুলে দেন। অনুষ্ঠানে প্রতিমন্ত্রীকে পল্লী উন্নয়ন ও সমবায় খাতে বিশেষ অবদান রাখায় আজীবন সম্মাননা পদক প্রদান করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন