শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

ব্যাখ্যা প্রদানে আরও সময় পেলেন দুই বিচারক

পরীমণির দফায় দফায় রিমান্ড

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ অক্টোবর, ২০২১, ১২:০৬ এএম

চিত্রনায়িকা পরীমণির দফায় দফায রিমাণ্ড মঞ্জুরের বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা প্রদানে আরও এক সপ্তাহ সময় পেলেন ম্যাজিস্ট্রেট আদালতের দুই বিচারক। গতকাল রোববার ব্যাখ্যা জমা দেয়ার তারিখ ধার্য থাকলেও বিচারকদ্বয়ের আইনজীবী আরও সময় প্রার্থনা করেন। আবেদনের ওপর শুনানি শেষে বিচারপতি মোস্তফা জামান ইসলাম এবং বিচারপতি এএসএম আব্দুল মোবিনের ভার্চুয়াল ডিভিশন বেঞ্চ এক সপ্তাহের সময় মঞ্জুর করেন। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরীমণিকে দফায় দফায় রিমাণ্ড মঞ্জুরের বিষয়ে সংশ্লিষ্ট দুই বিচারকের কাছে ব্যাখ্যা তলব করেন হাইকোর্ট। একইভাবে মামলার তদন্ত কর্মকর্তা কাজী গোলাম মোস্তফার ব্যাখ্যাও তলব করা হয়। তবে ইতিমধ্যেই গোলাম মোস্তফা তার ব্যাখ্যা জমা দিয়েছেন। এ তথ্য জানান ওই বেঞ্চের ডেপুটি এটর্নি জেনারেল মো. মিজানুর রহমান।
গত ৪ আগস্ট পরীমণির বনানীর বাসায় অভিযান চালিয়ে মাদকসহ গ্রেফতার করা হয় তাকে। এরপর পরীমণিকে মোট ৩ দফায় চার দিন, দুইদিন ও একদিনের রিমান্ডে নেয়া হয়। ঢাকার মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাস দ্বিতীয় দফায় দুই দিন এবং আতিকুল ইসলাম তৃতীয় দফায় এক দিন রিমান্ড মঞ্জুর করেন। পরীমণিকে দফায় দফায় রিমান্ডে নেয়া নিয়ে প্রশ্ন ওঠে হাইকোর্টে। গত ২ সেপ্টেম্বর হাইকোর্ট দ্বিতীয় ও তৃতীয় দফা রিমান্ড মঞ্জুরের ব্যাপারে দুই বিচারকের কাছে লিখিত ব্যাখ্যা চান। দুই বিচারক ব্যাখ্যা দেন, যা গত ১৫ সেপ্টেম্বর হাইকোর্টে উপস্থাপন করা হয়। তবে প্রথম দফায় তাদের দেয়া ব্যাখ্যায় সন্তুষ্ট হননি হাইকোর্ট। পরবর্তীতে আবার তাদের কাছে বিস্তারিত ব্যাখ্যা চাওয়া হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন