শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

বাপ্পীর বিপরীতে অভিনয় করতে পরীমণির না

প্রকাশের সময় : ৫ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : চিত্রনায়ক বাপ্পীর বিপরীতে অভিনয় করতে অস্বীকৃতি জানিয়েছেন চিত্রনায়িকা পরীমণি। তবে কেন তিনি বাপ্পীর বিপরীতে অভিনয় করবেন না, তা স্পষ্ট করে কিছু না বলে চুক্তিবদ্ধ হওয়া সিনেমা ছেড়ে দিয়েছেন। সাইনিং মানিও ফেরত দিয়েছেন বলে শোনা যাচ্ছে। জানা যায়, গাজী জাহাঙ্গীরের নির্মাণাধীন সিনেমায় পরীকে চুক্তিবদ্ধ করা হয়। তবে সিনেমার নায়ক বাপ্পী হওয়ায় তিনি সিনেমাটি না করার সিদ্ধান্ত নেন। এখন পরিচালক পরীর পরিবর্তে মাহিয়া মাহিকে চুক্তিবদ্ধ করেছেন। অবশ্য শুরুতেই এ সিনেমায় অভিনয় করার কথা ছিল মাহিয়া মাহির। নির্মাতা মাহির নামই ঘোষণা করেছিলেন। কয়েকদিন পর মাহিকে বাদ দিয়ে পরীমণিকে নেন। তার কারণও জানা যায়নি। সিনেমাটির সাথে সংশ্লিষ্ট গাজী জাহাঙ্গীরের ভাই চিত্রপরিচালক গাজী মাহবুব জানিয়েছেন, প্রথমে মাহিয়া মাহিকেই নেয়ার কথা ছিল। কয়েকদিন পর তার জায়গায় পরীমণিকে চুক্তিবদ্ধ করা হয়। চুক্তিপত্রে স্বাক্ষর করার পর সে বাপ্পীর বিপরীতে কাজ না করার কথা জানান। এক পর্যায় অভিনয় না করার কথা আমাদেরকে জানিয়ে দেন। এমনকি সাইনিং মানির টাকাও ফেরত দেন। ফলে তার জায়গায় পুনরায় মাহিকে চুক্তিবদ্ধ করা হয়েছে। এখন তাকে নিয়েই সিনেমাটি শুটিং শুরু হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন