বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

লৌহজংয়ে ৩৫ জেলে আটক

লৌহজং (মুন্সীগঞ্জ) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৫ অক্টোবর, ২০২১, ১২:০৫ এএম

মুন্সীগঞ্জের লৌহজংয়ে ইলিশের প্রজনন মৌসুমে ৪ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ ধরায় নিষেধাজ্ঞার ২১তম দিনে নিষিদ্ধ মা ইলিশ শিকারের অপরাধে ৩৫ জেলেকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার পদ্মা নদীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। এসময় ৩৫ জেলের কাছ থেকে ৭০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল, ২০ কেজি ইলিশ ও মাছ ধরার ৭টি ট্রলার জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদলতোর নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কাউছার হামিদ দৈনিক ইনকিলাবকে জানান, আটক জেলেদের ১৯ জনকে ৭ দিনের কারাদণ্ড, ১৬ জন অপ্রাপ্তবয়স্ক প্রতিবন্ধী ও বৃদ্ধ হওয়ায় তাদের মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়। আটককৃত মা ইলিশ স্থানীয় মাদরাসা ও এতিমখানায় বণ্টন করে দেওয়া হয় ও নিষিদ্ধ কারেন্ট জাল আগুনে পুড়ে ফেলা হয়েছে। ইলিশের প্রজনন মৌসুমে ৪ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ ধরায় নিষেধাজ্ঞা চলছে। নিষেধাজ্ঞা চলবে ২৫ অক্টোবর পর্যন্ত। এই সময়ে ইলিশ শিকার, পরিবহন, মজুত, বাজারজাতকরণ ও ক্রয়-বিক্রয় আইনত দণ্ডনীয় অপরাধ।

এসময় উপস্থিত ছিলেন- সিনিয়র উপজেলা মৎস্য কর্মকতা মো. আসাদুজ্জামান আসাদ, লৌহজং থানা পুলিশ ও আনসার সদস্যরা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন